Breaking News
Home / বিচিত্র খবর / কুহেলি একবার

কুহেলি একবার

কুহেলি একবার
-মো.হুমায়ুন কবির

কুহেলি একবার দেখো-
আমি সাদা তুলো মেঘের আঁচড়ে
নীল নীলিমায় লিখেছি তোমার নাম
নীলের মাঝে সাদা
কেমন ফুটেছে দেখো
সমুদ্রের বুদবুদ ফেনায় লিখেছি দেখো
সাগরের স্রোত বয়ে নিয়ে যাবে তোমার নাম
পৃথিবীর বন্দর থেকে বন্দরে
পরিযায়ী পাখির প্রতিটি পালকে আর
বড়ো আদরে গাঙচিলকে কাছে ডেকে
ধবল ডানায় লিখে ছেড়েছি তোমার নাম
নোনা জলের উচ্ছ্বলতায়
বুকের শিশির দিয়ে লিখে দিয়েছি
ঢেউয়ে চঞ্চলতায়
সেই নাম বয়ে যাবে কোন দূর অজানায়
কুহেলি একবার দেখো
উদ্দাম বাতাসের ঘ্রাণে
আর ইথারে উচ্চারণ করেছি মোলায়েম স্বরে
উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম
তোমার নাম ভেসে বেড়াবে
গ্রহ থেকে গ্রহান্তরে
আকাশচুম্বী পর্বতের পাথরে
খোদাই করেছি সেই নাম
শাল পিয়ালের গহীন অরণ্যের ভেতরে
ডুব দিয়ে দেখো
প্রতিটি বৃক্ষের বাকল আর পত্র পল্লবে
লেখা আছে তোমারই নাম
কুয়াশার সিক্ততায় ঝরা পাতার মর্মরে
ঘাসের গালিচায় পদ্মডগায়
শিশির বিন্দু দিয়ে লেখা সেই নাম
তুমি দেখো
কুহেলি একবার দেখো-
বসন্ত বাগানের প্রতিটি ফুলের
কোমল পাঁপড়িতে
লিখেছি তোমার সেই মধুনাম
একটিবার দেখো তুমি শুধু একটিবার।

Powered by themekiller.com