Breaking News
Home / বিচিত্র খবর / জীবন্ত ক্যানভাস”

জীবন্ত ক্যানভাস”

কবিতাঃ ” জীবন্ত ক্যানভাস”
কলমেঃ এম. আর হারুন
০১/০২/২০২২
———————————-
মাগো ওপারে কি অনেক সুখ
আমিতো তোমার আঁচলে সুখ পেয়ে
জীবনের সব দুঃখ ভুলেছি,
তোমার হাতের এক মুঠো ভাত
খেয়ে যখন ঘুমিয়ে থাকতাম
তোমারই পাশে বুকের সান্নিধ্যে
তুমি চোখ খুলে চুপি চুপি দেখতে।

মাগো তুমি নেই কেনো
আমি যে তোমাকে ভেবে ভেবে
রাতের তাঁরার সাথে কথা বলি,
চাঁদটাও না চরম বেঈমান মা
যখন তোমাকে মন ভরে দেখি
চাঁদ যেনো চুপসে যায়
আমার চোখে জল এনে দেয়।

মাগো তোমার কি ইচ্ছে করেনা
রাতের অন্ধকারে আমার কপালে চুমু খেতে
তোমার বুকে নিয়ে ঘুমাতে,
কোথায় তুমি মা, কোন সুদুরে
আমি যে তোমার জন্য কাঁদি দিবানিশি
এসোনা মা, একটু আদর করো
সোনামনিকে কোলে তুলে নাও।

মাগো, দাওনা স্কুলের ব্যাগ গুছিয়ে
টিফিনের বক্সটা যত্ন করে গুঁজে ব্যাগে
আর বলতে বিরতিতে খেয়ে নিস,
ছুটি হলে বাসায় ফিরতে দেরি করিসনে
তুর বাবা যে আমায় বকবে,
বলোনা মা, তোমার মত করে
আর কি কেউ অমন ভালোবাসবে
আদর করবে, ঠান্ডা লাগবে বলে
বুকে জড়িয়ে রাখবে।

মাগো, তুমিতো জীবন্ত ক্যানভাস
তোমার মতো মায়া মমতা যে আর
কেউ দিতে পারবেনা ধরনীর বুকে,
কেনো চলে গেলে মা, আমায় রেখে
থাকতেতো পারতে আমার কাছে,
আমি এখন বড় হয়েছি, সংসার হয়েছে
তোমার মতো আদরতো পাইনি।
তুমি যেখানে থাকো মা, ভালো থেকো
ওখান থেকে আমায় আর্শিবাদ করো।

Powered by themekiller.com