Breaking News
Home / Breaking News / কলকাতার কবি শ্যামল ব্যানার্জীর কবিতা ” আমার নষ্ট সময়”

কলকাতার কবি শ্যামল ব্যানার্জীর কবিতা ” আমার নষ্ট সময়”

গদ্য কবিতা – আমার নষ্ট সময়
শ্যামল ব্যানার্জী
২২/০১/২০২২

তুমি চলে গেলে প’র..
সে এক নষ্ট সময় গেছে চলে,
চলে গেছে এক দায়হীন খুনির মতন,
হাজারো মুহূর্তের অতীত সঙ্গমে গর্ভবতী
ভরা পেটে চলে গেলো,
আমাকে উচ্ছিষ্ট রেখে….
এক নষ্ট সময় যা একান্ত আমার ছিলো ।
সে এক নষ্ট সময়, নীরব শত্রু যেন
এক গুটি পোকা,
কখন যে বুনে গেছে জাল গভীর প্রত্যয়ে
কালবেলা এক ঘুমের ভেতর
বুঝিনি তখন।
আজ, ভাঙা সাঁকোর মত, বিপদ সীমায় নিজেকে দেখি,
কারসিনোমায় ডুবন্ত নাবিক জীবন সমুদ্রে যেন,
সাঁতারে অপটু হাতে ভবিষ্যৎ খোঁজে।
তুমি কি এখনও বিশ্বাস রাখো, কিছু কি এখনও অবশিষ্ট থেকে গেছে।
দেখোনি কি কালের ঘুণ পোকা মাড়িয়ে গেছে,
সবুজ ফসল মনের অভ্যন্তরে।
এখন বেকার প’ড়ে আছি ক্ষয় রোগে,
সময়ের সাথে নিশর্ত আপোষে।
মরনেই যদি সব শেষ হয়,
তবে আজও কেন থেকে যাও মনের ভেতর
হে অপরূপা,
জীবনের সব ঋণ চুকে গেলে প’র
তবু কেন ফিরে আসো
অনন্ত সাগর পেরিয়ে অশরীরী.. বোঝাতে আমায়
তুমি ছিলে।
এ জীবন তমসার পারে এক গিরিখাত
যেখানে জীবন ছিলে তুমি সন্ধ্যা তারার মতো
অগনিত নক্ষত্র ঝরার দিনে।

Powered by themekiller.com