Breaking News
Home / Breaking News / ইকবাল আজিজ শাহীন এর কবিতা ” অভিভূত”

ইকবাল আজিজ শাহীন এর কবিতা ” অভিভূত”

অভিভূত

তোমার রুপের প্রকাশ দেখে হই যে অভিভূত
হে পরোয়ার মওলা আমার তোমার সৃজন কত ?
সবাই কে করলে অনুগত, তোমার অনুগ্রহ পেয়ে
কাম লালসায় জীবন আজি দুঃখে যায় বেয়ে ।
তবুও আমি আশায় আছি তোমার রহম পাবো
তোমার তৈরি জান্নাতে বসে পরাণ ভরে খাবো ।
ধরনীর সকল পাপতাপ দুনিয়ায় ক্ষমা করে দিও
পরম মমতায় জড়িয়ে ওগো আগলে তুমি নিও ।
রাজ্জাক নামের বরকতে পেট ভরে খাওয়ায়
রহমান নামের বরকতে তুমি রেখেছো ছায়ায় ।
দো-জাহানের বাদশা দিয়েছো দেখাতে সরল পথ
কিছু মানি, কিছু মানি না ! তোমার হুকুমত
অহে পরম মওলা আমার রেখো সরল পথে
আলোর মশাল জ্বালাও প্রভু আমার মনোরথে ।
তুমি ছাড়া কে আর আছে করতে আমায় ক্ষমা ?
মনকির নকির যা লিখে রেখেছে মওলা জমা !
এমন কোন পূর্ণ আমি, করি নাহি মওলা ধরায়
তবুও আমি উম্মততে মোহাম্মদী মরবো কেন ক্ষরায় !
যাঁর নামের সম্মানে তুমি করছো দরিয়া পার
মুহাম্মদ নামের বরকতে তুমি দিয়েছো আহার ।

ইকবাল আজিজ শাহীন
১৮ ই জানুয়ারি,২০২২ খ্রী.
ঢাকা

Powered by themekiller.com