Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতু’র কবিতা “বদলে যাওয়া আমার মতো”

কবি সারমিন জাহান মিতু’র কবিতা “বদলে যাওয়া আমার মতো”

বদলে যাওয়া আমার মতো

সারমিন জাহান মিতু

১৮-০১-২০২২

পুরাতন আকাশটা ঠিক আগের মতোই আছে – রোদ মেঘের মায়ার ছলে,
আজও আমার আঙিনায়।

আমার সকল আঘাত – স্বপ্ন রাঙা কিশোর বেলা – ওর ঠোঁটের রঙধনু সাক্ষ্য দেয় আজও।

চাঁদের পসরা সাজিয়ে সেই কবেকার ফেলা আসা ছোট হতে আজকের আমি – সঙ্গে আছে মায়াবী বন্ধনে।

কিন্তু ভেতরে ভেতরে বদলে গেছে পুরনো সব বায়না গুলো,
বদলে গেছি আমি।

জোড়াঠাকুরের মন্দিরের পূজা কি’বা মেলার বাঁশিওয়ালার সুর আর ডাকে না।

স্বচ্ছ নদীর ঢেউ গুলো কি ভয়ংকর আমার ভেতর – যেনো সুনামির মহাপ্রলয়,
কেউ দেখে না শান্ত নদী কেন কূল ভাঙে।

দিয়াশলাই কাঠি গুলো কেমন করে পোড়ে মনের ভেতর।

বড়ো হয়ে গেলে মানুষ এমন বদলে যায় কেন,
দাগ কাটে যত্নে রাখা বুকের নরম পালক।

মানুষ হিসেব কষে জীবন পরিচালনা যদি করতে পারতো – তবে সুখের খেয়াঘাটে কদর থাকতোনা মাঝির,
মাটির সাথে সখ্যতার মিছিলে হেঁটে যেতো না সুখ বিলাসী মন।

আসলে আমি কোনদিন ভাবতেই চাইনি জীবন কি- বড়ো হতেও নয়,
বয়সের কাছে হেরে গিয়ে বদলে গেছি হয়তো।

ভাবনা গুলো ভিন্ন রকম নেই আগের মতো,
বদলে যাওয়া সবাই কেমন আমার মতন।

Powered by themekiller.com