Breaking News
Home / Breaking News / কবি শেখ প্রিয়া এর কবিতা ” ঊষার প্রহর “

কবি শেখ প্রিয়া এর কবিতা ” ঊষার প্রহর “

ঊষার প্রহর
লেখনীতে ;শেখ প্রিয়া
তাং-১৬/০১/২০২২
হৃদয়ের কোটরে থাকা সেই ডায়রির পাতা উল্টাতে গিয়ে,
খুঁড়িয়ে পেয়েছি অনেক স্মৃতি জড়ানো,
না পাওয়া হাহাকারের নুড়ি ;
মনের পর্দায় ভেসে বেড়ানো কোন এক সন্ধ্যায়,
একগুচ্ছ কদম হাতে ভিজতে যাওয়া তুমি আর আমি ;
মনে পড়ে শিশিরে আলপনা আঁকা,
ঊষার নরোম প্রহরে আনমনে হেঁটে চলা,
দু’জনের সেই চোখের চাহুনি দ্বয়;

কখনো আবার ভেবেছিলাম সমস্ত অনুভূতি দিয়ে,
প্রিয়োতার মুখাবয়ব, অনুভূতির সাথে মিশে থাকা,
সেই রাগ,অভিমান ও ভালবাসা,
হয়তো কেউ বুঝে কেউ বুঝে-না!

অনুভূতি গুলো নিজের কাছে যতটা আপন,
মনে হয়,ঠিক ততটাই অবজ্ঞা আর মূল্যহীন,
হয়ে থাকে প্রিয় মানুষের কাছে,
যা বুঝার চেষ্টা তাঁরা কখনো করে না!
শিশির আলপনা আঁকে ঊষার নরোম প্রহরে,
আনমনে হৃদয়ের জানালায় ;
আমি কার মায়া’তে ছুটে চলি, পথে পথে যেনো,
কার বাহুডোরে বাঁধা পড়েছে জীবন,
নাম না জানা কতো সুর, কল্পনা, কতো মিথ্যে প্রলোভন;
বাহুডোরে জমে থাকা কষ্টের প্রতিটাক্ষণ;
জীবনের শেষ প্রান্তে এসে তাকিয়ে দেখি,
শোনায় সে কার আহ্বান!!

শুভময়ত্বায় পরিপূর্ণ হোক সকলের জীবন,কামনায়!!

Powered by themekiller.com