Breaking News
Home / Breaking News / কবি দেবাশিস চক্রবর্তী এর কবিতা ” অবহেলার চিঠি “

কবি দেবাশিস চক্রবর্তী এর কবিতা ” অবহেলার চিঠি “

অবহেলার চিঠি
দেবাশিস চক্রবর্তী

পুরনো গন্ধের শহরে
চুপি, চুপি রাত
অবহেলার দেওয়াল
ঘড়ির নিচে হয়তো
হলুদ, হলুদ কোনও ক্ষত!
বহুকাল আগে ওখানে
কেউ লিখেছিল
হয়তো তোমার নাম।
বাঁধে ঘেরা কোনও
নদীকে বলেছিলাম
সমুদ্র নয় আমার
তোমাকে বেশি ভাল লাগে!
অনিবার্য দুঃখ গুলোর মতই
কিছু, কিছু জীবন হয়তো
সব হারায়- বেদনার
উপশিরা জুড়ে তবু
ঢেউ, আকাংখার
নীল অমৃত নামে।
তোমাকে খুঁজতে গিয়ে
বারবার হয়তো অনেকটা
তোমারি মত অন্য কেউ
আসে- এসে যায়।
মৃত শহরের দেওয়াল
আলমারিতে কবিরা
খুব যত্ন নিয়েই
শব্দ জমায়
শব্দ সাজায় !
প্রবল এক কান্না ঘোরে
নিহতের তবু নিঃশ্বাস
নিতে ইচ্ছে হয়!
বরফের মত চাঁদ
আর রাতের কারফিউ
মাথায় নিয়ে , পুড়ে
যাওয়া বহু অনুভূতি
ফেরে , আসে
ফিরে বাড়ি ।
সব নিঃশ্চুপ হলে
দেওয়ালের দিকে তাকাই,
স্পাইডার ম্যান নয়
হয়তো একটা আটপৌরে
মাকড়সা বহু আশায়
পাতে জাল !
ছায়াগুলো হামাগুড়ি দেয়
একটা পোকা জাল
ডিঙ্গিয়ে যায়!
ফুলের ঘুমের গন্ধ
নাকে আসে
আবারো নদীকে
চিঠি লিখতে ইচ্ছে হয়।

Powered by themekiller.com