Breaking News
Home / বিচিত্র খবর / হাত বাড়ালো বৃক্ষ

হাত বাড়ালো বৃক্ষ

হাত বাড়ালো বৃক্ষ
-মো.হুমায়ুন কবির

ছিলে তুমি
বিষাদে ছাওয়া বিষন্ন এক কিশোরী
জানলায় চোখ লুটোপুটি খেতো সারাবেলা
এখন তুমি সতেজ তরুণী
প্রথমে ব্যালকনি অত:পর করিডোর পেরিয়ে
অবশেষে নেমে এলে ঘাসের গালিচায়
যে তুমি নিজেকে প্রায়ই লুকোতে আড়ালে
চেতনা ও সাহস হাতের মুঠোয় পুরে
নিজেকে মেলে দিলে অরণ্যের সমূহ সবুজে
তোমার কষ্টে তোমার ঘামে ফুটে উঠলো
অসংখ্য রক্তজবা
ঝংকার তুললো কতো শতো
পাখপাখালির গান
তোমাকে সমর্থন করলো উদ্দাম স্রোতস্বিনী
তোমার দিকে
অরণ্য থেকে হাত বাড়ালো বৃক্ষ
বাগান ছেড়ে ধাবিত হলো অজস্র ফুল
সহসা আমার হাত তোমার মুঠোয় পুরে
অনেকটা আবদারের সুরে বললে:
“এই…চলোনা যাই দূর নীলিমায় উড়ে”
প্রথমবারের মতো
আমি তোমাকে ছুঁয়ে বললাম:
“হ্যাঁ…চলো যাই…
কারণ-
ধুলায় ধূসরিত আজ
ধরণীর সবুজ পত্র পল্লবের মর্মর সংগীত।”
১৬.০১.২০২২

Powered by themekiller.com