Breaking News
Home / Breaking News / ফের ভয়ংকর হচ্ছে করোনা

ফের ভয়ংকর হচ্ছে করোনা

অনলাইন নিউজঃ
ফের ভয়ংকর হচ্ছে করোনা সংক্রমণ। হঠাৎ করেই সিলেটে দৈনিক শনাক্ত ১৩ শতাংশের ওপরে উঠে গেছে। খুলনা-বরিশালেও লাফিয়ে বাড়ছে সংক্রমণ। ফের ভয়ংকর হয়ে উঠছে করোনা। গেল বছরের শেষের দিকে আক্রান্ত শনাক্তের সংখ্যা শূন্যের কোঠায় নেমে এলেও নতুন বছরের শুরু থেকে ফের বাড়তে শুরু করেছে সংক্রমণ। নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্তের হার ১৩ শতাংশ ছাড়িয়েছে। বাড়ছে মৃত্যুও। গতকাল সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন প্রায় দেড়’শ। যা এর আগের ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। এ ছাড়া ঘরে ঘরে দেখা দিয়েছে করোনার উপসর্গ জ¦র, সর্দি ও কাশি। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি না মানার কারণেই বাড়ছে সংক্রমণ। নমুনা পরীক্ষা বাড়লে শনাক্তের হার আরও বাড়বে বলেও আশঙ্কা বিশেষজ্ঞদের। স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, মানুষ স্বাস্থ্যবিধি নিয়ে উদাসীন। ইতোমধ্যে যারা করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন তারা ভাবছেন আবার করোনা হলেও তাদের কিছু হবে না। আবার কেউ কেউ টিকা নিয়ে ভাবছেন তাদের করোনা হওয়ার আশঙ্কা কম। এ ছাড়া প্রশাসনের পক্ষ থেকেও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে উদ্যোগ কমে গেছে। সব মিলিয়ে মানুষের বেপরোয়া চলাচল, উদাসীনতা ও জনসমাগম বৃদ্ধির কারণে সংক্রমণ বাড়ছে।

Powered by themekiller.com