Breaking News
Home / Breaking News / কবি সূর্যকন্যা তপতী (তপতী দাস) এর কবিতা ” মুসলমানির গল্প “

কবি সূর্যকন্যা তপতী (তপতী দাস) এর কবিতা ” মুসলমানির গল্প “

বিভাগ -কবিতা
শিরোনাম- ” মুসলমানির গল্প ”
(রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ছোট গল্পের নাম জুড়ে কিছু লিখতে চেষ্টা করেছি মাত্র)
কলমে-সূর্যকন্যা তপতী (তপতী দাস)
পোস্টের তারিখ-১৩/০১/২০২২
USA সময়-11 :31 PM
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
সে এক ” রবিবার ” –রোজনামচা ব্যস্ত জীবনে সপ্তাহে একদিন ”ছুটি– “
রবি ঠাকুর গো তোমাকে নিয়ে ” রীতিমত নভেল ” লিখব ভেবে খাতা কলম নিয়ে বসি
ভাবি–দূর-এতো বৃথা প্রচেষ্টা– রবি ঠাকুরকে নিয়ে লেখা–!! ” অসম্ভব কথা ”
এক ঘেয়ে রোজনামচা জীবনে ” ছুটির একরাত্রি ”
এক বিছানাতে ” গিন্নি ” আর আমি । মাঝে কন্যা
” সুভা”
” ঠাকুরদার ” ইচ্ছে তে ” পুত্রযঞ্জ ” করা–।
” সমস্যা পূরণ ” করতে ” দিদি “র “অনধিকার প্রবেশ “–
” বিচারক ” এর ভূমিকায় অবতীর্ণ হয়ে বলেন দূর করে দাও ” আপদ “–
” সংস্কার” দূর করতে দেখাই ” ল্যাবরেটরি ” রিপোর্ট।
চলতে থাকে ” প্রতি নিশীথে” গিন্নির ” মানভঞ্জন ”
কাতর মিনতি করে বলি, প্রিয়ে ” হৈমন্তী “–
আমার হবে না কখনও এমন ” দুর্বুদ্ধি ”
কি করে ভুলব বলো জীবনের সেই শুভদিন “মাল্যদান” — ” শুভদৃষ্টি “—!!
” চিত্রকর ” বন্ধু এসে জানাল ” মুক্তির উপায় ”
মৃত ” ভিখারিনি ” রাসমণির ছেলে ” বলাই ”
পুত্র রূপে তাকেই নিয়ে আয়–
ভৃত্য ” রামকানাই ” এর নির্বুদ্ধিতা–অচিরেই ঠাকুর্দার কানে গেল সে কথা —
রেগে গিয়ে বললেন—
বংশ রক্ষা করতে ” ভিখারিনি “র সন্তান–!!
” হালদার গোষ্ঠী ” র এত বড় ” সম্পত্তি সমর্পণ “–?
মানব না –মানব না এত অপমান–।
শুরু হলো ” পাত্র ও পাত্রী ” দেখা দেখি
বাবার ই এক অধ্যাপক বন্ধু, তাঁরই কন্যা” দালিয়া”
” জীবিত বা মৃত ” তিন কুলে কেহ নাই–
” করুণা ” করে মাফ করে দেওয়া হলো “দেনা পাওনা”–
মনের “সদর ও অন্দর ” এ চলছে বেদনার ” মেঘ ও রৌদ্র ”
” ভাই ফোঁটা “দেওয়ার ছলে ” হৈমন্তী ” গেছে চলে বাপের বাড়িতে।
” মহামায়া ” বোষ্টমী—
সাজ পোশাক দেখলে মনে হয় যেন এক “তপস্বিনী”
ভিক্ষার ঝুলিতে চাল, ডাল, কাঁচকলা
মনের ঝুলিতে ” ঘাটের কথা ” ” রাজ পথের কথা”
আর এ বাড়ি সে বাড়ির গোপন কথা
” হৈমন্তী ” যে ঘর ছাড়া
” ডিটেকটিভ ” এর মতো জেনে গেছে সে কথা –!!
” পোস্ট মাস্টার ” হয়ে এনে দিল ” স্ত্রীর পত্র ” সেই আমায়–
ওর কাছেই জানলাম দুঃখ কষ্ট অপমানে
অন্ন জল বন্ধ করে হৈমন্তী হয়েছে ” কঙ্কাল ” সার
গরিব “মাস্টারমশাই “—ইচ্ছে করে কিছু টাকা হৈমন্তী কে পাঠায় –!!
” চোরাই ধন” কিংবা “গুপ্ত ধন” কিছু না পেয়ে
” কাবুলিওয়ালা “র শরণাপন্ন হলাম অবশেষে-
” কাপুরুষ ” আমি নিজেকে ধিক্কার জানাই
“প্রায়শ্চিত্ত ” করবার পেয়েছি সহজ উপায়–!!
প্রিয়তমা স্ত্রী আর নয়নের মণি সম কন্যার সাথে
সামান্য টাকা পাঠিয়ে করলাম সব সম্পর্কের “সমাপ্তি ”
” মণিহারা ‘ সর্পের মতো ঘুরি একাকী–
গত হয়েছেন ঠাকুর্দা —
বংশের ” রাজটিকা” পড়িবার মতো
আমারই সংস্করণ হয়ে হোল না কোন
” খোকা বাবুর প্রত্যাবর্তন “—
নব বিবাহিতাস্ত্রী ” স্বর্ণমৃগ ” সম দেয়না ধরা
আমারই খুড়তুতো ভাইয়ের সাথে গড়ে তুলছে
” নষ্ট নীড় ” সম্পর্ক।
ক্ষত বিক্ষত জীবনের ইতিকথা ” জয় পরাজয়”
রবীন্দ্রনাথ , তোমাকে নিয়ে লেখার সময় কোথায়?
তার চেয়ে ভালো নিজের জীবন নিয়ে
লিখে ফেলি একটা ” আষাঢ়ে গল্প “–
পণ করি লিখে ফেলব–
লিখতে গিয়ে দেখি ভারি চশমার কাঁচে জমেছেবৃষ্টি
খস্ খস্ কাল দাগ আঁচর কাটে অক্ষরে অক্ষরে
লিখে ফেলি প্রিয়তমা স্ত্রী হৈমন্তীর মতো
অপুত্রক মায়েদের কষ্ট কথা–
অবশেষে হয় বুঝি “পণ রক্ষা”
নিজের জীবন নিয়ে লিখে ফেলি একটি ছোট গল্প
নাম দিতে গিয়ে ভাবি ” দৃষ্টি দান” –রাখি–
না না নাম রাখি ” মুসলমানির গল্প ”
মনে হয় এই নামটাই ঠিক—
কারণ যেন তিন তালাক বলে
বিনা অপরাধে শুধুমাত্র
কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য
ত্যাগ করেছি প্রিয়তমা স্ত্রী হৈমন্তীকে–
বুকের ভেতর গহন অরণ্যে পথ হারাল কান্না
” শেষের রাত্রি ” আসবে কবে —
হে ঈশ্বর বলে দাও আমাকে–
“শেষ কথা” লেখা সারা
পৌঁছে গেলাম “সম্পাদক ” বন্ধুর অফিসে
” না মঞ্জুর গল্প ” জানি ছাপাতে গিয়ে হবেই ” ফেল”
“শেষের রাত্রি ” তে জেনে গেছি
বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে এ লেখা
” শেষ পুরস্কার ” জুটেছে এ গল্পের কপালে
” রাজটীকা ” হয়ে–।
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””সূর্যকন্যা তপতী

Powered by themekiller.com