Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতু’র কবিতা ” শিরোনামহীন প্রশ্ন “

কবি সারমিন জাহান মিতু’র কবিতা ” শিরোনামহীন প্রশ্ন “

শিরোনামহীন প্রশ্ন

সারমিন জাহান মিতু

৬-০১-২০২২

কতটা সময় পেরিয়ে গেলে মানুষ কিছু পায় বলো,

নাকি দহনের অনন্তকাল টিকে থাকে জীবনে – মৃত্যু ব্যধির যন্ত্রণায় দগ্ধ পোড়া মন স্বপ্ন বুনেছে কবে নিজের শরীরে নকশি আঁচড় কেটে।

তবুও যন্ত্রণার সাধ কি মিটাতে পারে কেউ- ক্লিওপেট্রার ছবির দিকে তাকিয়ে – যে ইতিহাস আজও কথা বলে,

জানে কেউ কেমন সুখের হাসি ক্যাপসিক্যাম ঠোঁটের আড়ালে।

মৃত্যু অবধি জমে থাকা সুখের ব্যমোটা রোজ কেমন করে গোঙানির শব্দে ঘুরে বেড়ায় বুকের আলো নিভে দিয়ে,

অন্ধকারে ব্লাকহোল গিলে ফেলে সুখের রহস্য – মানুষ তবে সুখ তালাশ করে কেন – যদি নিঃশ্বাসের নিঃশব্দ বিশ্বাসঘাতকতা কেড়ে নেয় জীবন।

আসলেই জীবন বলে কিছু আছে কে জানে তা- তবে মানুষের ভেতর কিসের এতো চাওয়া পাওয়ার বিভেদ,

কেন- ই- বা ভালোবাসা পাওয়া না পাওয়ার অভিমান সংগোপনে কেঁদে মরে- কার জন্য বুকের ভেতর কষ্ট গুলো জমাটবদ্ধ বরফ নদী হয়ে ওঠে।

যেখানে জীবনের মিছিলে হামলা করে রোজ- মৃত্যুর কালদূত,

সেখানে কেন এতো বেঁচে থাকার লড়াই – সবকিছু স্তব্ধতা যদি মেনে নেয়- মন কেন মানে না – তোমার জন্য পুড়তে কেন এতো সখ হয় তার।

তবে লোকে যে বলে ভালোবাসার নাম – এটা বুঝি সেই শত যন্ত্রণার তীব্র বাসনায় ক্ষেপে ওঠা মনের ক্ষ্যাপামি,

ভালোবাসা কি আজও জানিনি আমি – আমার প্রস্থানের নীরব আমন্ত্রণ টের পাই – কিন্তু জীবন আর ভালোবাসা কি প্রশ্নটা বুঝে ওঠার সময়ও ফুরিয়ে গেছে বহুদিন আগে।

Powered by themekiller.com