Breaking News
Home / বিচিত্র খবর / সুহাসিনী আমাকে পোড়ায়

সুহাসিনী আমাকে পোড়ায়

সুহাসিনী আমাকে পোড়ায়
-মো.হুমায়ুন কবির

তার রূপালী চোখে স্বপ্নীল সমুদ্র খেলা করে
মাছের চোখের মতোন শীতল ভাবনা
জড়িয়ে থাকে তার সারা মুখ জুড়ে
চুল তার মেতে ওঠে চঞ্চলা কিশোরীর মতো
কন্ঠে ঝরে অবিরল নিবিড় শব্দাবলী
ফুলের হাসিও হার মেনে যায় তার স্নিগ্ধ হাসিতে
সুহাসিনী সেতো নিজে ভাবেনা
কেবল আমাকে ভাবায়
কখনো যে উদাস দাঁড়িয়ে থাকে ঘাসের মাদুরে
সহচরীর সাথে সে কী কথা কয় কানে কানে
তার নাকের ডগায় আর মায়াবী চিবুকে
মোলায়েম ঘাম মুক্তো দানার মতো
পদ্ম ডগায় যেমন জমে থাকে স্নিগ্ধ শিশির
তার চোখে চোখ পড়লেই আমার সমস্ত ভাবনা
তছনছ আর একাকার হয়ে যায়
আশ্চর্য এক অনুভূতি খেলে যায় বুকের গভীরে
তাকে দেখলেই খুব দ্রুত
চাঙা হয়ে উঠি নিজস্ব ভুবনে
মাঝেমধ্যে তাকে আমি
ফুল বলে ডেকে উঠি নিজের ভেতরে
তাকে দেখলেই সুখের সুবাতাস বয়ে যায়
হৃদয়ের শোভিত বাগানে
সমস্ত অনুভবে ভর করে সেই সতেজ কিশোরী
আমি অনবরত মরিয়া হয়ে
কেবল তার কথাই ভাবি
অথচ সে নিজস্ব ভূবনেই পার করে দেয়
তার সকল দিবা ও রাত্রি
তার সেই উদার সৌন্দর্যের এক নিরব দর্শক আমি
লক্ষ কোটি মুহূর্ত
ঠাঁয় দাঁড়িয়ে থাকতে পারি অবিরাম
ইচ্ছে হয় বলি তাকে:
প্লিজ কপালে টিপ আর নীল শাড়িতে
অদ্ভুত মানাবে তোমাকে
তার আলতো খোঁপায় বড়োবেশি ইচ্ছে করে
গুঁজে দেই বেলী অথবা দোলন চাঁপার ঘ্রাণ
আমার এ পোড়া চোখ যতো দূর যায়
তার স্নিগ্ধ সৌন্দর্য ছাড়া
আমি আর কিছুই দেখিনা
যতোদূর যাই তার দোলায়িত ছবি
চোখের শার্সিতে ভেসে আসে বারবার
সুহাসিনী সেতো নিজে কাঁদে না
কেবল আমাকে কাঁদায়
সুহাসিনী সেতো নিজে পোড়ে না
কেবল আমাকে পোড়ায়।
০৫.০১.২০২২

Powered by themekiller.com