Breaking News
Home / Breaking News / কেন্দ্রে ভোটার নেই, আনসার সদস্যরা খোশ গল্পে রোদ পোহাচ্ছে

কেন্দ্রে ভোটার নেই, আনসার সদস্যরা খোশ গল্পে রোদ পোহাচ্ছে

অনলাইন নিউজঃ
দুপুরের পর থেকে কেন্দ্রে ভোটার সংখ্যা কমতে থাকায় এক কেন্দ্রের তিন আনসার সদস্য আয়েশীভাবে রোদ পোহাচ্ছেন। খোশ গল্প করে সময় পার করছেন তারা। এমন দৃশ্য মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের একটি ভোট কেন্দ্রের। বুধবার দুপুর সোয়া ১টার দিকে তাদের আয়েশীভাব ক্যামেরাবন্দি করা হয়। কাঁঠালাবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাজী ওমর বেপারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোট ১ হাজার ৫৩৪। এর মধ্যে বেলা সোয়া ১টার মধ্যে ৯৭৫ ভোট সম্পূর্ণ হয়েছে। দুপুরের পর ভোট কেন্দ্রে কোনো ভোটার না থাকায় কেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্য মামুন বেপারী, লায়লা বেগম ও রাবেয় আক্তার একটি বেঞ্চে বসে গল্প করছে। ভোটার না থাকায় দায়িত্বের উপর নেই কোনো আগ্রহ। কিছুটা আয়েশীভাবে হাসি-ঠাট্টা করছেন তারা। সাংবাদিকদের দেখে হাঁসি মুখে ভোটার নেই বলে গল্প করছে বলে জানান। আনসার সদস্য মামুন বেপারী বলেন, ‘সকালে দুই লাইনে আলাদা নারী-পুরুষ ভোট দিয়েছে। তখন খুব চাপ ছিল, এখন ভোটার নেই বললেই চলে। তাই আমরা আমাদের সুখ-দুঃখের গল্প করছি। ভোটার আসলে আবার কাজ করব। আমি জীবনে অনেক নির্বাচনে কাজ করেছি, এই নির্বাচনে এসে ভিন্নতা দেখলাম। সকালে খুব ভিড়, দুপুরে লোক নেই।
আরেক সদস্য লায়লা বেগম বলেন,এভাবে গল্প-গুজব করলে আমাদের কোনো সমস্যা হবে না তো। ভোটার নাই দেখে রোদ পোহাচ্ছি। গল্প করে সময় পার করছি। একদিনের কাজ ভালোই লাগে। আর অন্য সদস্য হাসি মুখে তাদের সঙ্গে সায় দিচ্ছিলো।

Powered by themekiller.com