Breaking News
Home / Breaking News / ‘ওমিক্রন’ প্রতিরোধে আন্ত মন্ত্রণালয় বৈঠক শুরু

‘ওমিক্রন’ প্রতিরোধে আন্ত মন্ত্রণালয় বৈঠক শুরু

অনলাইন নিউজঃ
ওমিক্রন’ রোধে সরকারের শীর্ষ পর্যায়ের মন্ত্রী-সচিবদের নিয়ে আন্ত মন্ত্রণালয় বৈঠক শুরু হয়েছে। আজ সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত শুরু হয়। মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন।
এ ছাড়া বৈঠকে অংশ নেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মোকাম্মেল হোসেন, তথ্যসচিব মো. মকবুল হোসেন। বৈঠকে আরো উপস্থিত রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) মো. শাহেনুর মিয়া।

Powered by themekiller.com