Breaking News
Home / Breaking News / প্রখ্যাত কবি রিটন মোস্তফা অসাধারণ ভাবনার ■ তিন পঁয়ষট্টি ■

প্রখ্যাত কবি রিটন মোস্তফা অসাধারণ ভাবনার ■ তিন পঁয়ষট্টি ■

■ তিন পঁয়ষট্টি ■
– রিটন মোস্তফা

তিন পঁয়ষট্টি পেরিয়ে পা পড়েছে যৌবনে
সময় এখন টগবগে, বাধ মানে না উচ্ছাস
ঘর ছেড়ে এখন তোমার কতো স্বাধীনতা
তুমি অনেক নিয়েছ ঈশ্বরের হাত থেকে
শরীরে তোমার স্ফটিক দগদগে চম্বুক টান
তুমি অবাধ্য, তুমি বাধ ভাঙা নদীর মতো
তুমি জানো তোমার শরীরে টান আছে টানার
তুমি টানতেই থাক,বাধ বিচার নেই,কিচ্ছু নেই
তুমি টানছো,চোখ,মন, দেহ থেকে দেহ সব
ফাঁদ পেতে তুমি মেতেছ শড়োষী,উম্মাদ মন
তুমি ভুলে গেছ,যৌবন গোপনে হাঁটছে কোথায়
কংক্রিটের পথ ছেড়ে মেঠ পথ, তারপর নরম ঘাস
এর পর, জবুথবু পড়ে থাকা, নর্দমার মতো জলাশয়
তার পর আর কোন পথ নেই, চারিদিকে কাদামাটি
থোকা থোকা অলসতা, টুকরো টুকরো খড়কুটো অতীত
এখানে এসেই থেমে যাবে তোমার তিন পঁয়ষট্টি, একদম
থাকবে না টানাটানি, টেনে নিয়ে ছুড়ে ফেলার খেলা
শরীর যৌবন চুপসে লেপটে থাকবে চামড়ার ভাঁজে
কুঁজো হয়ে তুমি হাঁটবে, পঁয়ষট্টির পর ছেষট্টির পথে।

Powered by themekiller.com