Breaking News
Home / Breaking News / কচুয়ায় ৭ নং দক্ষিণ ইউনিয়নের নৌকা প্রতীক প্রার্থীর বিজয়ের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

কচুয়ায় ৭ নং দক্ষিণ ইউনিয়নের নৌকা প্রতীক প্রার্থীর বিজয়ের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

মফিজুল ইসলাম বাবুল, কচুয়াঃ
কচুয়া পৌরসভা সংলগ্ন ৭নং দক্ষিণ ইউনিয়নের নৌকা প্রতীক প্রার্থী আলী আজগর প্রধানের বিজয়ের লক্ষ্যে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের ঘাগড়া পোরকানীয়া মাদ্রাসা মাঠে এ আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিজান মুন্সির সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা শাহাদাৎ হোসেনের পরিচালনায় প্রদান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজান শিশির। এছাড়াও বক্তব্য রাখেন পৌর মেয়র উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন, সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান (জালাল), আওয়ামীলীগ নেতা সৈয়দ আব্দুল জব্বার বাহার, ইকবাল আজিজ শাহিন, আক্তার হোসেন রানা প্রমুখ।
বক্তারা আসছে ৫ জানুয়ারি নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

error: Content is protected !!

Powered by themekiller.com