Breaking News
Home / Breaking News / কবি ও কলামিস্ট রিটন মোস্তফা’র কলাম

কবি ও কলামিস্ট রিটন মোস্তফা’র কলাম

রিটন মোস্তফা রিটনঃ
আনুয়াল রিভিউ অব এস্ট্রোনমি -এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে যে, মহাকাশের তৃতীয় জোনেই রয়েছে পৃথিবীর একটি “যমজ গ্রহ”।

প্রসঙ্গত, বহুদিন ধরেই সৌরজগতের নবম গ্রহের সন্ধান চালাচ্ছেন বিজ্ঞানীরা। সেই সন্ধানের ভিত্তিতেই নতুন এই তথ্য হাতে পেয়েছেন তাঁরা। “থার্ড বা তৃতীয় জোন” হল মহাকাশের একটি অঞ্চল, যা নেপচুন ছাড়িয়ে আরও সুদূর মহাকাশে বিস্তৃত একটি এলাকা। বিজ্ঞানীদের অনুমান, এই অঞ্চলেরই কোথাও পৃথিবীর “যমজ গ্রহ” থাকতে পারে।

পাশাপাশি, বিজ্ঞানীরা আরও মনে করছেন যে, এই গ্রহটি পৃথিবী এবং সূর্যের কাছাকাছি অবস্থান করতে পারে। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির দুই বিশেষজ্ঞ মাইক ব্রাউন এবং কনস্ট্যান্টিন ব্যাটিগিন এই নিয়ে গবেষণা করছেন। একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ব্রাউন দাবি করেছেন যে, এই গ্রহটি পৃথিবীর চেয়ে প্রায় ৬ গুণ বড় হতে পারে। যদিও গ্রহটি পৃথিবীর মতো পাথুরে নাকি নেপচুনের মতো ভারী গ্যাসের মিশ্রণ, তা নিয়ে এখনও স্পষ্টকিছু জানা যায়নি।

Powered by themekiller.com