Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতু’র কবিতা “জীবন মানেই একটা ছন্দহীন কবিতা “

কবি সারমিন জাহান মিতু’র কবিতা “জীবন মানেই একটা ছন্দহীন কবিতা “

জীবন মানেই একটা ছন্দহীন কবিতা

সারমিন জাহান মিতু

২৭-১২-২০২১

সব শব্দ উড়ে যায় দূর দিগন্তে – বৈকালি আকাশ জুড়ে নেমে আসে সন্ধ্যা,

ভালোবাসার জং ধরা জীবন ঘিরে আসছে ধেয়ে কালবৈশাখী ঝড়।

শামুকের খোল হতে বের হয়ে আসা জিহবা -যেন সম্পর্কের সমাপ্তি,

একি নাড়ীর বাঁধন হতে ছিন্ন বিছিন্ন রক্তকণা গুলো আত্মহুতি দেয় – রোজকার নিয়মে।

বাঁধে না কোন বন্ধনে আর কবির কবিতা,

এ কেমন নিয়ম – সূর্যের সূচনা মুছে কুয়াশার আগমন।

হিম হয়ে আসা বিচ্ছেদের রাতে কেন চাঁদ ঢেলে দেয় পূর্ণিমা,

পূর্ণতা আসে না আর জীবনে।

আগন্তুকের পায়ের চিহ্ন তলিয়ে যায়- বৃষ্টি ছিলো না পথের ঠিকানায়,

কিন্তু মন বলেছিল -একদিন টানাপোড়েন সময়ের সঙ্গী হয়ে এসেছিল সে।

একদল হলদে পাখিদের শান্তির পরশ মেখে -ভাবনার জগতে প্রলেপ বুলিয়ে,

অতঃপর একবুক তৃষ্ণার মরণাপন্ন জীবন আমার।

ফিরে আসার বায়না ধরেছিল সুখ,

কিন্তু ওখানে তখন দুঃখের আহ্লাদী সুর – লড়াইয়ের মিছিলে সুখ পিছনে অবেলায় ঘোর অমাবস্যা।

রক্তকণা গুলো আর একসঙ্গে গাঁথা বিণিসুতার মালা হতে পারলোনা,

বিছিন্ন মাটি আর আকাশ হয়ে শুধু তাকিয়ে থাকা -জীবন পেলো- বাকিটা অর্থহীন কোন সংলাপে।

হয়তো জীবন মানে বিচ্ছেদ আর ভালোবাসার সংঘর্ষে দুমড়ে মুচড়ে বেঁচে থাকা একটা ছন্দহীন কবিতা।

Powered by themekiller.com