Breaking News
Home / Breaking News / কলকাতার কবি শুভা লাহিড়ী’র কবিতা ” আচ্ছা যদি এমন হয়!”

কলকাতার কবি শুভা লাহিড়ী’র কবিতা ” আচ্ছা যদি এমন হয়!”

#কবিতা:–“আচ্ছা যদি এমন হয়!”
#কলমে:–শুভা লাহিড়ী
#তারিখ:–25/12/2021
******************************

আচ্ছা!আচ্ছা যদি এমন হয়,কোনও দিন সকালে ঘুম থেকে উঠে জানতে পারলে আমি আর নেই!
পৃথিবীর সব মায়া ছেড়ে আকাশের পথে পাড়ি দিয়েছি!
তবে কি!তবে কি খুব ভেঙে পড়বে!
নাকি!নাকি! সব স্বাভাবিক ঘটনা বলে মেনে নেবে?

ধরো কোনও গোধূলিতে আমায় নিয়ে নদীর ধারের সূর্য্য ডোবার সৌন্দর্য দেখতে যাবে বলে ডেকেই চলেছো আমায়;
কিন্তু কোনও সাড়া পেলে না আমার!
হঠাৎ জানতে পারলে, আমার জীবন সূর্য্য অনাহুতের মতো গোধূলি বেলায় অস্তমিত হয়েছে!

আচ্ছা!আচ্ছা!তখন কি তুমি আমায় খোঁজা ছেড়ে গোধূলির সূর্য্য ডোবার সৌন্দর্য দেখতে যাবে!
নাকি!নাকি সারাজীবন,আমায় ছাড়া গোধূলির সৌন্দর্য তোমার আর দেখাই হবে না!

আচ্ছা প্রতিবারের মতো বসন্তের প্রথম আবীর আমায় ছোঁয়াতে এসে যখন জানতে পারবে যে,আমি আর নেই !
আমার জীবনের সকল বসন্ত বিদায় নিয়েছে গত চৈত্রের ঝড়ে!

তখন কি তুমি আমার বিহনে পাথর হয়ে যাবে!
হাত থেকে তোমার আবীরের পাত্র মাটিতে পড়ে যাবে!
নাকি!নাকি নতুন কাউকে খুঁজবে তোমার শখ ক’রে আনা আবীরের ছোঁয়ায় রাঙিয়ে দেবার জন্য!

আবার হয়তো কখনও ঘুমের ঘোরে পাশ ফিরে আমার গায়ে হাত দিতেই বুঝতে পারলে,
আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে!
আমি আর নেই!
চিরঘুমে ঘুমিয়ে গেছি !
তখন কি তুমি আমাকে জড়িয়ে খুব কাঁদবে!
নাকি এতদিনে আমার অসুখ নিয়ে তোমার দুশ্চিন্তার অবসান হওয়ায় তুমি স্বস্তির নিঃশ্বাস ফেলবে!

তবে আমার জানা নেই; তুমি কি করবে এমনটা হলে!
তবু বলবো ,মনে পড়লে শুধু ডেকো আমায়,দেখবে আসবো আমি চলে!
অনুভবে বলবে কথা তুমি আমার সাথে !
দেখবে আমি কাছেই আছি,হাত নেই শুধু হাতে।।

error: Content is protected !!

Powered by themekiller.com