Breaking News
Home / Breaking News / কবি রিটন মোস্তফার অসাধারণ লেখা ” বক্রতটে”

কবি রিটন মোস্তফার অসাধারণ লেখা ” বক্রতটে”

“বক্রতটে”
– রিটন মোস্তফা

হিন্দোলা
তুমি সাথে থাক জেগে থাক অন্তরে
জেগে থাক হৃৎপিন্ড ছুঁয়ে
আমাদের পথে অনেক বাঁধা
আমাদের আরও হাঁটতে হবে
যেতে হবে আরও অনেকটা পথ।

হিন্দোলা,
জীবনের অর্থ খুঁজতে যেওনা কখনও
জীবনের অর্থটাই চলো পুঁতে রাখি বাঁকে
এখনও অনেকটা পথ ফাঁকা পরে আছে
এখনও অনেকটা বাঁক অযথাই বেঁকে গেছে
আমাদের পদচিহ্ন হোক সেই পথের সঞ্জীবনী।

হিন্দোলা,
আমরা এখনই থামব না, মরব না, সারেন্ডার নেই
চলো এগোতে হবে, দেখাতে হবে পথের মায়া
পথিক এগিয়ে আসুক, সেই গানটা ধরা যাক।
পথটা পথের মত নাহয় এগোতে দিলাম, প্রশস্ত হোক।
এখানে, অর্থহীন অর্থ তৈরি করুক, পথিক পথ পাক
আমরা নাহয় তাদের ভালোবাসার আহ্বান হয়ে থাকি।

error: Content is protected !!

Powered by themekiller.com