Breaking News
Home / Breaking News / কবি শাহজাহান রবি এর কবিতা ” সন্ধ্যা প্রদীপ “

কবি শাহজাহান রবি এর কবিতা ” সন্ধ্যা প্রদীপ “

**শিরোনাম- সন্ধ্যা প্রদীপ**
কলমে- শাহজাহান রবি
তারিখ- ২৩/১২/২০২১
**********——**********–********
ভীষণ এক শূন্যতা অনুভব করি, যখন সন্ধ্যা নামে।
চারিদিকের নিস্তব্ধতায় মনে হয় এই আমি দিশেহারা এক পথহারা পথিক।
জীবনের কুটি ভেবে ধরেছি যে ঢাল,সে ঢালই ভেঙ্গে পড়েছে মূহূর্তে।
হয়ত আমিই সেই অভিশপ্ত, যার ছোঁয়ায়
সকল কিছু ধ্বংস হয়ে যায়।
তবু আজও আমি তোমার নামে সন্ধ্যা প্রদীপ জ্বেলে, নিরবে চোঁখের জল ফেলি।
বড়ই স্বাদ ছিল মনে,তোমার হাত ধরে জীবনে একসাথে চলার।
আপনজনের বন্ধন ছিন্ন করে তোমাকে
নিয়ে পাড়ি দিয়েছিলাম এক অচেনা শহরে।কথা ছিল,
সেখানে তুমি আমি মিলে গড়বো ভালোবাসার সুখের এক স্বর্গ।
আর হলো না,
এক ঝড়ো হাওয়া এক নিমেষই সব
লন্ডভন্ড করে দিলো,
কেড়ে নিলো আমার কাছ থেকে তোমাকে।
নিরব ঘাতক করোনার ভয়াল থাবায় তুমি হলে বিদায় পথের যাত্রী।
সাদা কাপড়ে বধূ সাজে চিরদিনের জন্য বিদায় নিলে তুমি।
হাজার মাইল পাড়ি দিয়ে যে অচেনা শহরে সুখের বাসর সাজাতে,
এসেছিলো দু’টি পাখি ডানা মেলে,
একটা ডানা খসে পড়েছে সহসাই।
অভিশপ্ত এই শহর, অভিশপ্ত আমি।
তবুও জানো তো,এই শহরই আজ আমার খুব আপন মনে হয়, এই শহরের বুকেই যে
চির নিদ্রার সজ্জা পেতেছো তুমি।
জীবনের পাতায় এক ইতিহাস তোমার
বিদায়ের ঘন্টা।
নিঃসঙ্গ এই জীবনে বোধ হয় কখনো
আর জ্বলে উঠবেনা আশার আলো।যে আলোতে নিজকে আলোকিত করতে পারি।
আর কখনো ফেরা হবেনা নিজ দেশ।
শুধু তোমার নামে সন্ধ্যা
প্রদীপ জ্বেলে কামনা করবো নিজের মৃত্যুর।

Powered by themekiller.com