Breaking News
Home / বিচিত্র খবর / খোঁপায় গেঁথেছো গোলাপ

খোঁপায় গেঁথেছো গোলাপ

খোঁপায় গেঁথেছো গোলাপ
-মো.হুমায়ুন কবির

তুমি খোঁপায় গেঁথেছো গোলাপের ঘ্রাণ
ধরণীর অপ্সরী হয়ে মেলেছো ডানা
না হয় কানেকানেই বলি ফিসফিস:
ভালবাসি ভীষণ তোমাকে
আর তোমাকে ভালবাসি বলেই কিনা জানিনা
দুপুর এলেই বুকের গহীনে তোলপাড়
জেগে ওঠে নদী
যে নদীতে কাঁটছি সাঁতার তুমি আর আমি
হৃদয়ের গভীর পর্দায় ভেসে ওঠে
নীলিমার নীল তনু স্বচ্ছ হৃদয় সীমাহীন
তারই নিচ দিয়ে যেন উড়ে চলেছি দুজন
ঝিমঝিম দুপুরে আমার চোখ একাকী ভীষণ
ছুটে যায় কেবলই জানালায়
কখনো দেখি দূরে নিঃসঙ্গ পাহাড়
কখনোবা দলছুট একাকী গাঙচিল
মনে পড়ে-
একদিন তুমি আর আমি
কাটিয়েছি সারা দুপুর সারা বেলা
সেদিন যেন দুই প্রজাপতি
খেলছিলো আপন মনে
উড়ছিলো পাতায় পাতায়
বুঝি তাই-
দুপুর এলেই আমি হয়ে উঠি বড়োবেশি একা
অথচ বাইরে কী মোলায়েম রোদ
কী মিঠেল হাওয়া
বাঁশবনে শিরশির স্রোত এধার ওধার
নারকেল পাতায় ঝিরিঝিরি কাঁপন
আর ধুসর দোয়েলের শিস
তবুও এই আকাশ নদী পাহাড়
আমার চোখে শুধুই নির্বাক
অথচ আশ্চর্য! আমিতো জানি-
কোনো এক দুপুরে তুমি এলেই আবার
জেগে উঠবে সব মন হবে প্রজাপতি
দৃষ্টি চঞ্চল আর তুমি?
তুমি হবে আমার ভালোবাসার
রক্তগোলাপের স্নিগ্ধ শিশির।
২৪.১২.২০২১

Powered by themekiller.com