Breaking News
Home / Breaking News / গোমস্তাপুরে ৮ টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য সাধারণ সদস্যদের শপথ গ্রহণ

গোমস্তাপুরে ৮ টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য সাধারণ সদস্যদের শপথ গ্রহণ

মোঃ মাহাবুল্লাহ হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৮ ইউনিয়নের ৮ জন নবনির্বাচিত চেয়ারম্যান এবং ৯৬ জন নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ে ৮ জন নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহন অনুষ্ঠানের আয়জন করা হয়। চেয়ারম্যান দের শপথ বাক্য পাঠ করান জনাব মোঃ মঞ্জুরুল হাফিজ জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ। গত ১১/১১/২০২১ ইং তারিখ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ৮ টি ইউনিয়নের দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী ২টি ইউনিয়নে এবং স্বতন্ত্র প্রার্থী ৬টি ইউনিয়নে জয় লাভ করেন। নব নির্বাচিত চেয়ারম্যান গন হলেন গোমস্তাপুর ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী জামাল উদ্দীন মন্ডল, বোয়ালিয়া ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী সামিউল ইসলাম শ্যামল, রহনপুর ইউনিয়নে বিএনপির মনিরুজ্জামান সোহরাব আলীনগর ইউনিয়নে বিএনপির আবুল কাশেম মুহাম্মদ মাসুম, বাংগাবাড়ী ইউনিয়নে বিএনপির মোঃ শহীদুল ইসলাম, পার্বতীপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেন, রাধানগর ইউনিয়নে প্রার্থী মোঃ মতিউর রহমান, চৌডালা ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হোলাম কিবরিয়া হাবিব, এবং নব নির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ গ্রহণ করা হয় গোমস্তাপুর উপজেলা পরিষদে। শপথ বাক্য পাঠ করিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান।এ উপলক্ষে গোমস্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত শপথ অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী সুলতানুল ইমাম ও সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম। উল্লেখ্য গোমস্তাপুর উপজেলার ৮ ইউনিয়নের ৭২ সাধারন সদস্য ও সংরক্ষিত নারী আসনে ২৪ জন নবনির্বাচিত সদস্য শপথ গ্রহণ করেছেন।

Powered by themekiller.com