Breaking News
Home / Breaking News / কবি মঞ্জুলা বর এর কবিতা ” শান্তি কোথাও নেই “

কবি মঞ্জুলা বর এর কবিতা ” শান্তি কোথাও নেই “

দৈনিক কবিতা প্রতিযোগিতা
শিরোনাম -শান্তি কোথাও নেই
কলমে -মঞ্জুলা বর
তারিখ-21.12.2021

ভেবেছিলাম সমস্ত মায়ার বাঁধন ছিঁড়ে
ইচ্ছে ডানায় উড়ে কত শান্তি খুঁজবো!
বাতাসে দোদুল দুলবো আর গাঙচিলের
সঙ্গে বন্ধুত্ব গড়বো, ফুলের সুবাসে মুগ্ধ
আঁখিতে কত রঙিন স্বপ্নে ভাসবো
বাতাসে আকাশে আর রামধনুর রঙে
রঙে রাঙবো!

কখন আবার ট্রেনে বাসে খুঁজবো
প্রিয়জনকে যদি ও সে আমায় গেচ্ছে
হয় তো ভুলে,তবুও স্মৃতি আঁকড়ে ,
কত স্বপ্নের জাল বুনে শত আশা পুষে
খুঁজবো একটু সুখ ।সুখের ছোঁয়া ,
ভালোবাসা তো সবাই চায়। মান
সম্মানও মহান হওয়ার ইচ্ছেটা
সদাই জাগে।

তথাপি পাওয়া কী যায় ? যায় না!
পাওয়ার জন‍্য কতনা দুখের পথপেরোতে
পেরোতে ক্লান্ত। আর স্মৃতির ঝুপড়িতে
কেবল কত গোপন ইতিহাস নিশ্চিত
অন্ধকারে চাপা ।খবর রাখে না কেউ।
খবর ও রাখার কথা নয়! সবাই এখন
ভীষণ ব‍্যস্ত নিজের আখরি গোছাতে।
এতো বড়ো সুন্দর পৃথিবীতে সবাই শুধু
স্বার্থের নেশায় কতনা ছুটোছুটি।

আপনজনের হিসেব কেউও রাখেনা শুধু
চাওয়া পাওয়ার তরে নিজেই বিভোর! —
সৃষ্টির উল্লাসে খুশির আবেশে জড়ায়
নিজেকে তথাপি এক চিলতে শান্তি তো
কোথাও নেই । কেবল হতাশায় —-
ভাবি একাকী!

error: Content is protected !!

Powered by themekiller.com