Breaking News
Home / Breaking News / কবি কলমে_বরুণ_কুমার_দে এর কবিতা “মনের_সাধ”

কবি কলমে_বরুণ_কুমার_দে এর কবিতা “মনের_সাধ”

#শিরোনাম :#মনের_সাধ
#কলমে_বরুণ_কুমার_দে
#তাংঃ- ২০/১২/২০২১

আমি তোমার সাহস হতে চেয়েছিলাম।
এমনই এক সাহস…. যে সাহস তোমার পায়ের নূপুরের শব্দে থাকবে,
তোমার কানের দুলের দোলনায় থাকবে,
তোমার হাতের কাঁকনের রিনিঝিনি শব্দে তোমার চারিদিক মুখরিত হবে তেমনই এক সাহস।
আমি তোমার জীবনের না পাওয়া-র চাওয়া হতে চেয়েছিলাম।
যেখানে তোমার ক্ষতের প্রলেপ দিতাম,
নতুন করে তোমায় প্রতিদিন সৃষ্টি করতাম আর তোমার না পাওয়ার যন্ত্রণাগুলোকে এক নিমিষেই ভুলিয়ে দিতাম।
আমি তোমার সেই মনের মানুষ হতে চেয়েছিলাম।
যেখানে তুমি আমার স্নেহ ভরা বুকের উপর শুয়ে সারারাত ঘুমিয়ে থাকতে।
সকাল বেলায় তোমার কপালে চুম দিয়ে তোমার জীবন শুরু করতে পারতাম।
আমি তোমার আশ্রয় হতে চেয়েছিলাম
যেখানে তুমি বিপদহীন ভাবে জীবন কাটাতে পারতে।
ছোট্ট কুঁড়ে ঘরে একসাথে সুখের ঘর বাঁধতে চেয়েছিলাম।
তোমার সব না পাওয়া গুলোকে পাইয়ে দিতে পারতাম।
পরিনতি দিতে চেয়েছিলাম তোমার সাফল্যের।
আগলে রাখতে চেয়েছিলাম তোমার অসহায়তা কে শতবর্ষ ধরে স্বাক্ষী থাকা প্রাচীন এক বট বৃক্ষের ছায়া হয়ে।
তোমার মাথায় যখন প্রখর রোদ্দুর নামবে, তখন তোমায় ছায়া দিতাম আর শীতল করে রাখতাম তোমাকে সর্বদা!
তাইতো প্রেমিক হতে চাইনি আমি,
চেয়েছি এক নিবিড় ভালোবাসা হতে।
যে ভালোবাসা মিশে থাকবে তোমার শরীরের প্রতিটি অঙ্গে প্রত্যঙ্গে, তোমার সব ভালোমন্দে।
আর তোমাকে আমি সযত্নে গুছিয়ে রাখতাম আমার মনের মনিকোঠার শোকেসে।।

🙏 সমাপ্ত🙏

Powered by themekiller.com