Breaking News
Home / Breaking News / কবি সালামান মোস্তাফা এর কবিতা ” ছন্দের তালে আরবী হরফ “

কবি সালামান মোস্তাফা এর কবিতা ” ছন্দের তালে আরবী হরফ “

ছন্দের তালে আরবী হরফ
সালামান মোস্তাফা

আলিফ বা , তা, ছা,
আরবী ছাড়া পড়া লেখায়
শান্তি আসে না।

জিম, হা, খ, দাল,
আরবি ভাষায় ক্বোরআন মাজিদ
খুলবে মোদের ভাল।

জাল, র, ঝা ,সীন,
আরবি ভাষায় নাজিল হলো
মুসলমানের দ্বীন,

শীন এর পরে ছোয়াদ,
কবির কথা মিলতে আসে
একটু পরে দ্বোয়াদ।

ত্বোয়া, জোয়া, আইন,
আরবী ভাষায় ক্বোরআন শরীফ
পড়তে লাগে ফাইন।

গইন এবং ফা,
ক্বোরআন পড়া মিষ্টি লাগে
মানতে হবে তা।

ক্বফ, কাফ, লাম,
আমপাড়াতে পড়ছি এসব
মিষ্টি মধুর নাম।

মীম , নূন, ওয়াও,
ক্বোরআন শরীফ হিফজ করে
সীনায় গেঁথে লও।

হা , হামজা, ইয়া,
জীবনটাকে গড়তে হবে
ক্বোরআন শরীফ দিয়া।

error: Content is protected !!

Powered by themekiller.com