Breaking News
Home / Breaking News / কবি গাজী লিয়াকত আলী এর কবিতা “প্রভাত”

কবি গাজী লিয়াকত আলী এর কবিতা “প্রভাত”

“প্রভাত”
*******************************
গাজী লিয়াকত আলী।
শিরোনাম-“প্রভাত”।
তারিখ-২১-১২-২১।

সুবহে সাদিকে ডাকে মুয়াজ্জিন
আসসালাতু খাইরুম্মিনান না -উম।
জেগে ওঠো ঘুম থেকে সবাই
ঘুমের চেয়ে নামাজ উত্তম।

ডানা ঝাপটে ডাকে মোরগ
নিশির হচ্ছে অবসান।
মানব সমাজ জাগ্রত হও
মোরগ এটাই করে আহবান।

ঝোপ ঝাড়ে বিহঙ্গ সব
দল বেধে করে কিচিরমিচির।
কোলের শিশু ডাকে তার মাকে
হতে চায় সে ঘরের বাহির।

উঁকি দেয় ভোরের সূর্য
পূব আকাশের কোণে।
শিশির কণা করে মিতালী
স্বচ্ছ সবুজ তৃণের সনে।

ফজর নামাজ পড়ে মুমিন
ছড়িয়ে পড়বে তার কর্মে।
এসব রীতি স্রষ্টার দেয়া
প্রচলন রয়েছে ইসলাম ধর্মে।

লক্ষীপুর,ঝিকরগাছা,যশোর।
০১৭২৮১২৫৬৫১।

Powered by themekiller.com