Breaking News
Home / Breaking News / কবি মোহাম্মদ রাসেল এর কবিতা “মনের_খোরাক”

কবি মোহাম্মদ রাসেল এর কবিতা “মনের_খোরাক”

#মনের_খোরাক

ছোট্ট একটা রুম
আমার একাকীত্ব সময়
সেই রুমে-ই কাটতো বেশিরভাগ

রুমে সিঙ্গেল একটা খাট,এক জোড়া চেয়ার টেবিল
কিছু ব্যক্তিগত জিনিসপত্র

আমার দীর্ঘদিন সাথে-ই ছিল সেই দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র গুলো

তুমি মাঝে-মাঝে খুঁজতে আসতে
আমার সেই ছোট্ট ঘরে

অনেক সময় আমি রুমে থাকলেও দরজা খুলতামনা

নিজেকে দূরে রাখতে চাইতাম তোমার থেকে

কারো সঙ্গ ভালো লাগতো না তখন

ছোট্ট একটি জানালা ছিল রুমের পিছনের দিকে

সেই জানালা আর-
সিগারেট তখন আমার একমাত্র সঙ্গী ছিল

তুমি ভালো করেই জানতে
আমি অন্য কোন নেশা করতাম না

কিছুক্ষণ দরজায় নক করে বিরক্ত হয়ে ফিরে যেতে

এক অর্থহীন জীবন ছিল আমার
এককথায় লক্ষ্যহীন

বিশ্বাস করো তোমাকে আমি অবহেলা করিনি

নিজের প্রতি হতাশ ছিলাম

ব্যর্থতা আমাকে চারদিক থেকে ঘিরে রেখেছিল

চেষ্টা আমার ছিল,সব সময় ছিল

নিজেকে গুছিয়ে নিতে চেয়েছিলাম বারবার

নিজেকে গুছিয়ে ও নিয়েছি
ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে

জীবনের বিশেষ একটা সময় ব্যাচেলর জীবন কেটেছে

অনেকেই নাকি সেই সময়টাকে উপভোগ করেছেন

কিন্তু,আমি পুরোপুরি বিধ্বস্ত ছিলাম সেই সময়টাতে

আমি যে অভিভাবকহীন ছিলাম!!.

নিজের জীবনের
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলো আমাকে-ই নিতে হয়েছে

বেশিরভাগ সিদ্ধান্তে আমি সফল

তবুও,আমার কি যেন অপূর্ন

হয়তো সে-ই অপূর্ণতা তুমি!!

আজ জীবনের অনেকটা সময় পেরিয়ে এসে মনে হচ্ছে তোমাকে আমি ভালবেসেছিলাম

তুমি আমার জন্য পারফেক্ট ছিলে

তুমি আমায় ক্ষমা করে দিও

ভালোবাসার মানুষকে ক্ষমা করে দেওয়া উচিত

আমার কি বা আর করার ছিল বল?!..

মাঝে-মাঝে সব-ই তোমাকে খুলে বলতাম

তুমি আমাকে ধৈর্য ধরতে বলেছিলে

আমি ধৈর্য ধরে-ই তোমাকে হারালাম

আসল কথা হলো,তুমি আমার ছিলে না..!?

ভালো থেকো ভালো আছি

ভালোবাসা অবিরাম….!!

-মোহাম্মদ রাসেল-

Powered by themekiller.com