Breaking News
Home / Breaking News / কবি ইব্রাহীম খলিল এর কবিতা “অপ্রকাশিত প্রেম”

কবি ইব্রাহীম খলিল এর কবিতা “অপ্রকাশিত প্রেম”

অপ্রকাশিত প্রেম
——–ইব্রাহীম খলিল
পোস্ট #২০/১২/২০২১

সেই কবে দেখেছি তোমায়
নদীর কিনারায় চলতে চলতে
তোমার ঐ মায়াবী দৃষ্টি।
কারো নয়ন এমনও হয় কি?
বিধাতা এতো যতনে গড়েছে তাহা
অপলক নয়নে আমি দেখেছি আহা…
কাজল পড়া টানা চোখে
নদী নয়, মহাসাগর যেন গিয়েছে হারিয়ে
তল হয়েছি আমি, ভেসেছি আবার তোমার’ই আহবানে
যে দৃষ্টিতে ছিল অপ্রকাশিত সহস্র ভাষা
যা পড়েছি আমি হৃদয় দিয়ে
ইশারায় সাজিয়েছি কত আকাঙ্খা
আজো মনে পড়ে সেই স্মৃতি
যা হৃদয়ে রয়েছে কাব্য হয়ে গাঁথা।
যে কাব্য হয়নি প্রকাশ, হয়নি কাউকে বলা…
হয়তো একদিন মহাকাব্য হয়ে ব্যক্ত হবে
তুমি কি পড়বে তাহা?
জানিনা, আমি জানতে চাইও না
শুধু জানি মনের সিংহাসনে সিংহভাগ জুড়ে রয়েছো সেথা।
হাজার বছরেও থাকবে তুমি
পূজারী হয়ে পূজবো আমি
হয়তো ফুরোবেনা আমার আরাধনা….

রচনাস্থানঃ আরব সাগর
রচনাকালঃ ২০/১২/২০১৯ইং

Powered by themekiller.com