Breaking News
Home / Breaking News / কবি স্বপ্ন এর কবিতা ” প্রতিসুর “

কবি স্বপ্ন এর কবিতা ” প্রতিসুর “

প্রতিসুর
18.12.21

কি এক অদ্ভুত প্রশ্ন ছুড়ে দিলে,
কতোটুকু চিনি আমি তোমায়!
পথহারা মরু বেদুঈনের মতো শুধু আকাশের পানে চেয়ে আমি ভাবি আসলেই তো,
কতোটুকু চিনতে হবে?

তুমি আজন্ম তন্বী,
তোমার সুরের ঝর্ণাধারায় থমকে যায় যমুনার উত্তাল গতিপথ,
রাখালেরা কাজ ফেলে বসে যায় জাগরণীর বিছানো উঠানে,
ভুলে যায় ভূত ভবিষ্যৎ,
মুছে দিতে চায় অতিতের সব শব্দের দূষণ,
মুহুর্তেই গড়ে তোলে প্রণয় কুঞ্জের আগামীর স্বপ্নীল স্রোতধারা !

পুরোনো সব পথের জঞ্জাল ছুড়ে ফেলে দেয় ময়লার ভাগাড়ে,
মিটিয়ে ফেলে মহাকালের পথের দাবী,
পেয়ে তোমার বাঁকা চোখের অনিন্দ ইশারা !

আবারও একই প্রশ্ন ভিন্ন আঙ্গিকে ভিন্ন ভঙ্গিমায়,
কতোটুকু জানি আমি তোমার !
তাইতো,ভাবনার অতল সাগরে হাবুডুবু খেতে থাকি আমি,
আমার সত্তা দিয়ে খুঁজি তার বিমূর্ত হিজিবিজি রংয়ে আঁকা অনন্ত চিত্রকলার বিশাল ক্যানভাস,
ঘুরে আসি হরপ্পা মহেনঞ্জোদারো গোকুলের মাঠ,
কান পেতে থাকি পিরামিডের গোপন কুঠুরিতে,
আস্বাদন করতে চাই মমির দীর্ঘশ্বাস !

তোমার অবয়বের ভাজে ভাজে খুঁজি লুকানো পংক্তির ঘ্রাণ,
পদ্মপাতার শিশিরের মাঝে তোমার লুকানো প্রেমের ভ্রুণ!

কূয়াশার চাদরে ঢাকা সুমেরুর পথে আমি এক দুর্দমনীয় পথচারী হয়েছিলাম ,
মোড় ঘুরিয়ে কখনও কখনও ধরেছি মহাকালের অমিমাংসিত পথ !

চোখ বন্ধ করে দাঁড়িয়ে যাই মহাজগতের আকৃতিতে গড়া এক আয়নার সামনে,
ভেসে ওঠে অচেনা অজানা এক প্রতিবিম্বের ছায়া !

আমি নির্বাক নিরুত্তাপ এবং নিরুত্তর !

© স্বপ্ন

Powered by themekiller.com