Breaking News
Home / Breaking News / কবি মুমতাহিনা মারিয়াম এর কবিতা ” আর্বত “

কবি মুমতাহিনা মারিয়াম এর কবিতা ” আর্বত “

আমার আমিকে চিনবো বলে,
মানুষ হওয়ার বাসনা।
হামাগুড়ি মন হাটতে শিখেও
আমায় চিনতে পারেনা।
খুচরো পয়সা বুক পকেটে নয়,
কুচোয় তার ঠিকানা
জিবন ধামে আমি ও সমান,
শুধু প্রভুর ছিলো জানা।

কান্না হলো চোখের সাথি,দুঃখ প্রতিবেশি।
হার মানিনি ব্যাথার কাছে,বন্ধু মুখের হাসি।
সাদা কালো আকাশ ছিলো নীলের মায়ায় আশা।
বাঁচার সপ্ন মেললো পাখা খুঁজতে ভালোবাসা।
দীর্ঘ দিবস,দীর্ঘ রজনী ছুটে চলা পথ।
পথের ক্লান্তি ভুলে দেহ নিয়েছে নতুনের শপথ।
আজ পেয়েছি সব,রাঙিয়েছি মন,ধমনির জালে প্রশান্তির শাস।
নীলিমার মেঘ সরিয়ে, সাজিয়ে দিলাম আমার খোলা আকাশ।

আর্বত
মুমতাহিনা মারিয়াম।

Powered by themekiller.com