Breaking News
Home / Breaking News / কবি অপূর্ব বিশ্বাস এর কবিতা “ঘুম পাড়ানির দেশে”

কবি অপূর্ব বিশ্বাস এর কবিতা “ঘুম পাড়ানির দেশে”

শিরোনাম — ঘুম পাড়ানির দেশে
কলমে — অপূর্ব বিশ্বাস
তারিখ– ১৭/১২/২০২১
**********************************************
ফুটপাতের ঐ ভিখারিটাকে দেখেছো?
মনে হচ্ছে কি, ওটা নিশ্চিন্তের ঘুম?
হবে হয়তো,মনে হতেই পারে কারও কারও,
অথচ হতে পারে,না খেতে পেয়ে ঘুমিয়ে পড়েছে।
রাস্তার ধারে ঐ যে বাচ্চাগুলো ঘুমুচ্ছে!
হয়তো খেতে না পেয়ে খিদে পেটে,
কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছে!
মা তাদের জেগে,খাবার জোগাড় করতে না পেরে।
আবার কেউ নেশার ঘোরে ঘুমুচ্ছে!
রঙিন স্বপ্ন আসা যাওয়া করে ঘুম কুমারীর সাথে।
আবার কোনও ব্যর্থ প্রেমিকের চোখে ঘুম আসেনা,
প্রেমিকার স্মৃতি রোমন্থন জাগিয়ে রাখে সারারাত,
সেইসব সুখস্মৃতি হাতছানি দেয় বারে বারে,
চোখের তারায় মোবাইলের নীল আলোর ছায়া,
ঘুম নেই চোখে, মনের মানুষ খুঁজে ফেরে।
কেউ ঘুম কুমারীর দেশে স্বপ্নের জাল বোনে,
রূপকথার রাজকন্যা যেন চোখের পাতায় চুমু আঁকে!
ঘুমের ঘোরে মেঘের দেশে যায় যে চ’লে,
রূপসী চাঁদ আর তারাদের সাথে রাতটা কাটে।
কেউ অক্লান্ত পরিশ্রম করে অন্ন সংস্থানের জন্য,
দুমুঠো অন্ন তুলে দেয় বৌ-বাচ্চার মুখে,
তারপর নিশ্চিন্তে ঘুমিয়ে কাটায় সারারাত,
পাখির কূজনে ঘুম ভাঙে নতুন প্রভাতে।
প্রাসাদোপম অট্টালিকায় কেউ নিশ্চিন্তে ঘুমায়,
আবার কোন জওয়ান অতন্দ্র প্রহরায় থাকে সীমান্তে,
আমাদের ঘুম নিশ্চিন্ত করতে।
কোন জঙ্গীর গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে,
চলে যায় অনন্ত ঘুমের দেশে,
চলে যায় সেই না ফেরার দেশে।
মায়ের বুকফাটা কান্না ফেরাতে পারেনা তাকে,
প্রিয়ার না পাওয়া ভালোবাসার আকুতি ফেরাতে পারেনা তাকে,
চিরশান্তির ঘুম তাকে নিয়ে যায় অনন্তলোকের পথে।

Powered by themekiller.com