Breaking News
Home / Breaking News / কবি সঞ্জয় বৈরাগ্য এর কবিতা ” বহুকাঙ্খিত বিজয় দিবস “

কবি সঞ্জয় বৈরাগ্য এর কবিতা ” বহুকাঙ্খিত বিজয় দিবস “

কবিতাঃ বহুকাঙ্খিত বিজয় দিবস
কলমেঃ সঞ্জয় বৈরাগ্য
১৬-১২-২০২১
✍️আজ ‘বিজয় দিবস’-এ, আপামর দেশবাসীকে জানাই শুভেচ্ছা ও সালাম।

এলো ফিরে, বহু আকাঙ্খিত সেই খুশির ১৬ ই ডিসেম্বর
দীর্ঘ নয় মাসের সংগ্রাম শেষে ‘নিশঙ্ক চিত্ত, সুউচ্চ শির’।
চিরস্মরণীয় হয়ে আছে মুক্তিযোদ্ধা ভাইদের রক্তক্ষয়ী অবদান
পাক-হায়নাদের বিতাড়ন করে দেশবাসী গাইল বিজয়ের গান।
উঠলো রাঙাপ্রভাতে নতুন সূর্য, দিক দিগন্তে লাল-সবুজের বিজয় কেতন
দেশমাতার ত্রিশ লক্ষ সন্তানের প্রাণের বিনিময়ে অবশেষে হল স্বপ্নপূরণ।
বছর ঘুরে লাল-সবুজের খামে বিজয়ের চিঠি আসে
স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আজ পদ্ম-শালুক হাসে।
বাংলা মায়ের হে বীর, বিপ্লবী সন্তানদল, এইদিনে করি তোমাদের স্মরণ
তোমাদের আত্মবলিদানের বিনিময়ে, ‘বিজয় দিবস’-কে করেছি আমরা বরণ।
‘বিজয় দিবস’-এ আজ তাই প্রাণ খুলে গেয়ে উঠি —
‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’

Powered by themekiller.com