Breaking News
Home / Breaking News / কবি হায়দার এর কবিতা ” একা “

কবি হায়দার এর কবিতা ” একা “

শিরোনাম- একা
কলমে – হায়দার
তারিখ- 14/12/2021
————————————–

ছোট্টো একটা লতা বেড়ে উঠছিল মাঠের এক পাশে ।
দিন যায় রাত যায়, সে বাড়তে থাকে॥
সে ছিলো খুব একা,
ছিলো না তার কোনো সাথী।
সে ভাবতো কেউ তো আমায় বাসে না ভালো,
কেমনে আমি বাঁচি?
এইভাবেই চলছিল তার জীবন।
হটাৎ তার জীবনে এলো এক বনলতা,
পাল্টে গেলো তার জীবন।
লতা ভাবলো এই বার বোধহয় তার সুখের দিন এলো।
তার জীবনের ঝড় বুঝি থামলো॥

কিন্তু বুঝলো না সে, যার নিজের নেই কোনো ঠিকানা,
সে কেমনে দেবে তাকে বাঁচার আস।
স্বপ্নের জোয়ারে ভেসে চললো সে,
বুঝলো না সে,এ হলো আর এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাষ॥
কাটছিলো তার দিন গুলো বেশ।
সব কিছু উজাড় করে দিচ্ছিলো সে,রয়ে যাচ্ছিলো শুধু তার রেশ॥
কিন্তু অবশেষে এলো সেই দিন।
উঠলো ঝড়, চারিদিক কালো করে।
আকাশ বাতাস কাঁপিয়ে। হয়ে গেলো শেষ সব এক নিমিষে।
সমস্ত স্বপ্ন গেলো ভেঙ্গে, আশা ভালোবাসা গেলো মাটিতে মিশে॥
আবার হয়ে গেলো একা।
আজ সে সম্পূর্ন একা, মাথার উপর শুধু খোলা আকাশ।
বয়ে যাচ্ছে হু হু করে বাতাস॥
সব দিক আগের মতোই ফাঁকা ,
আজ সে আবার আগের মতোই একা॥

***** হায়দার *****

Powered by themekiller.com