Breaking News
Home / Breaking News / কবি রুণা ব্যানার্জি মিত্র এর কবিতা ” সুপ্তির ভালোবাসা “

কবি রুণা ব্যানার্জি মিত্র এর কবিতা ” সুপ্তির ভালোবাসা “

সুপ্তির ভালোবাসা
রুণা ব্যানার্জি মিত্র
১৩|১২|২১

চলো আজ পায়ে পায়ে রাত খুঁজি এক হবো বলে
দিনমণি গিয়েছে অস্তাচলে গোধূলির অন্তরালে।
জ্বলেছে নিয়নের আলো জোনাকির ডানা জুড়ে।
বুক ভরা স্বপ্ন হামাগুড়ি দেয় মনের উঠানে।
আসুক জলোচ্ছ্বাস ,হয়ে যাক তছনছ যা কিছু না পাওয়া।
পুড়ে যাক সূর্যের অগ্নি উদ্গীরণে যা রয়েছে বাকি তে বাকি।
সঞ্চয় করি চলো মুক্তার বুকে সুপ্তির ভালোবাসা।
বৌ কথা কও পাখির মতো বাসা বুনে যাই চলো।
ছিঁড়ে যাক নৌকার পাল,পুড়িয়ে দিক সূর্যের তীর্যক রশ্মি সকল মন্দ বাসাকে।
প্লাবিত হোক নীল নদের গভীরতা ভালোবাসার শিরা উপশিরায়।
নগ্ন পায়ে ছুঁয়ে দেখি চলো মহেন্দ্র ক্ষণে শিশির ভেজা দূর্বা।
তাতে প্রতিফলিত হোক জ্যোৎস্নার আঁচলে তারাদের সলমা জরির কাজ।
তোমার ওষ্ঠ ছুঁয়ে যাক আমার ক্লান্ত কপাল।
সকল অপ্রাপ্তি হারিয়ে যাক আজ প্রাপ্তির নন্দন কাননে।
খুঁজে নেবো আজ ভালোবাসার ভালো বাসা পারিজাত নয় কুন্দ ফুলের আধো ফোটা কলির সোহাগে…

Powered by themekiller.com