Breaking News
Home / Breaking News / কাল বুদ্ধিজীবী হত্যাকাণ্ড দিবস

কাল বুদ্ধিজীবী হত্যাকাণ্ড দিবস

রিটন মোস্তফাঃ
আজ ১৩ ডিসেম্বর, রাত পেরলেই ১৪ ডিসেম্বর। এই ১৪ ডিসেম্বর বাংলাদেশ এবং বাঙালী জাতির জন্য এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষি। যেদেন জাতির বেবেক বলে পরিচিত সেই বাংলাদেশের বুদ্ধিজীবীদের ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীরা ধরে নিয়ে গিয়ে নৃশংস ভাবে হত্যা করে। যেটা শুধুমাত্র বাংলাদেশ এর জন্য নয় এই নৃশংস ঘটনা পৃথিবীর অন্যতম জঘন্য ঘটনা। যেটা ঘৃণ্য এবং পাকিস্তান বাহিনীর এক নির্মতার ইতিহাস।

বুদ্ধিজীবী হত্যাকাণ্ড বলতে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পুরো সময়টুকুতেই পাকিস্তানি হানাদারবাহিনী কর্তৃক পরিকল্পিতভাবে বাংলাদেশের জ্ঞানী গুণী ও মুক্তবুদ্ধিসম্পন্ন মানুষদের হত্যা করাকে বুঝায়। ১৯৭১ এর ডিসেম্বর মাসে স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তান বাহিনী যখন বুঝতে শুরু করে যে তাদের পক্ষে যুদ্ধে জেতা সম্ভব না, তখন তারা নবগঠিত দেশকে সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষাগত দিক থেকে দুর্বল এবং পঙ্গু করে দেয়ার জন্য পরিকল্পনা করতে থাকে। সেই পরিকল্পনা অনুযায়ী ১৪ ডিসেম্বর রাতে পাকিস্তানি বাহিনী তাদের দেশীয় দোসর রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর সহায়তায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের নিজ নিজ গৃহ হতে তুলে এনে নির্মম নির্যাতনের পর হত্যা করে। এই পরিকল্পিত গণহত্যাটি বাংলাদেশের ইতিহাসে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নামে পরিচিত। বন্দী অবস্থায় বুদ্ধিজীবীদের বিভিন্ন বধ্যভূমিতে হত্যা করা হয়। দেশ স্বাধীন হওয়ার পর তাদের ক্ষত-বিক্ষত ও বিকৃত লাশ রায়েরবাজার এবং মিরপুর বধ্যভূমিতে পাওয়া যায়। অনেকের লাশ শনাক্তও করা যায়নি, পাওয়াও যায়নি বহু লাশ। ১৯৭১ এর ১৪ ডিসেম্বরের নির্মম হত্যাকাণ্ডের কথা স্মরণ করে প্রতিবছর ১৪ ডিসেম্বর বাংলাদেশে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। বুদ্ধিজীবী হত্যার স্মরণে বাংলাদেশের ঢাকায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ ডাকবিভাগ বুদ্ধিজীবীদের স্মরণে একটি স্মারক ডাকটিকিটের সিরিজ বের করেছে।

– কিছু অংশ উইকি থেকে।

error: Content is protected !!

Powered by themekiller.com