Breaking News
Home / Breaking News / কবি সানোয়ার হোসেন এর কবিতা “বিকেলের স্মৃতি”

কবি সানোয়ার হোসেন এর কবিতা “বিকেলের স্মৃতি”

বিকেলের স্মৃতি
সানোয়ার হোসেন

লাল শালুর দিঘির পাড়ের শিশির বিন্দু কোনা,
সেদিন রাঙিয়ে দিয়েছিলো তোমার ভৈরবী দুটি পা।
হেমন্তের বাতাসে ছড়িয়ে ছিলে কালো চুলের সৌরভ।
বৈকালীন সূর্য কিরণে হলদেটে শাড়ির আঁচল উড়িয়ে
কুড়িয়ে নিয়েছিলে এক সমুদ্র প্রেম।

সেদিন তোমার কৃষ্ণকলি দুটি চোখে ফুটেছিল পদ্ম,
সমুদ্র তলদেশের ঝিনুকের মুক্তোয়
ঝলঝল করে উঠেছিলো হীরের ঝলকানি।
আমি সেদিন অপলক দৃষ্টিতে দেখেছি তোমার তনু।

ওগো শারদীয় সরস্বতী হৃদয়ের হৃদয়।
বুকের অকপটে স্বর্গের বিছানা বিছিয়ে
আমি আজো দেখি সেই রূপবতী লাজুক হাসি।
আমি বন্দি জেলখানায় দেখি,
আমি ফাঁসির মঞ্চে জল ভরা চোখেও দেখি
সেদিনের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমির
সাথে মিশে যাওয়া, তোমার কায়া।
শত শতাব্দীতে হাড়িয়ে যাওয়া কবির প্রতিটি গানে,
আমি যে আজো খুঁজি, তোমার সেই সুমধুর সুরের কথা,
ওগো প্রিয়, এই আমি তোমার সব, আর তুমি আমার
এই বিকেল।

ওগো প্রিয়তমা, সেই বিকেল তো অনেক এলো গেলো।
তুমি আমার সব হয়ে রইলে ঠিক।
আমাকে তো আর তোমার সেই বিকেল করে রাখলে না।

error: Content is protected !!

Powered by themekiller.com