Breaking News
Home / Breaking News / চাঁদপুর শাহরাস্তিতে চতুর্থ ধাপের ইউপি নির্বাচন

চাঁদপুর শাহরাস্তিতে চতুর্থ ধাপের ইউপি নির্বাচন

আবু মুছা আল শিহাবঃ
আসন্ন চতুর্থ ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে শাহরাস্তির ১০ ইউনিয়নে বইছে নির্বাচনী আমেজ। সবার দৃষ্টি এখন ইউনিয়ন পরিষদ নির্বাচনে। সাংগঠনিকভাবে বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়ার পরও শাহরাস্তি উপজেলার ১০ ইউপির একাধিক প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। চলমান ইউপি নির্বাচনের প্রতিটি ইউনিয়নেই উল্লেখযোগ‌্য সংখ‌্যক প্রার্থী চ‌্যালেঞ্জ জানাচ্ছেন অন্য প্রার্থীদের। আজ ১০ ইউনিয়নে সর্বমোট ৫৪৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে

উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবুল কাসেম জানান, আজ উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৫৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া সংরক্ষিত ৩০টি ওয়ার্ডে মোট ৯৪ জন এবং ৯০টি সাধারণ ওয়ার্ডে মোট ৩৯৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রতীক বরাদ্দের দিন বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল ৫ টার সময় সহকারি রিটার্নিং কর্মকর্তারা জানান, এই সময় পর্যন্ত-

সূচীপাড়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৭ জন, তারা হলেন- আবু মুছা (চেয়ার), এ কে এম সালেহ উদ্দিন আহমেদ (চশমা), মনির হোসেন (ঘোড়া), মাহফুজুর রহমান (মোটরসাইকেল), মোস্তফা কামাল মজুমদার (নৌকা), মোঃ শাখাওয়াত হোসেন (টেলিফোন), মোঃ হাবিবুর রহমান পাটোয়ারী (আনারস), সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন ও সাধারন সদস্য পদে ৪৩ প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

সূচিপারা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৭ জন, তারা হলেন- ইমান উদ্দিন (গোলাপ ফুল), ফরহাদ (মোটরসাইকেল), মাহতাব উদ্দিন আহমেদ (নৌকা), মোঃ আব্দুর রশিদ (চশমা), মোঃ ইসমাইল হোসেন (হাতপাখা), মোঃ শেখ ফরিদ (আনারস), মোঃ হানিফ মিয়া (চেয়ার), সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারন সদস্য পদে ৫০ জনের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে ।

চিতোষী পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৭ জন, তারা হলেন- সহিদ উল্লাহ (মোটরসাইকেল), মোঃ আক্তার হোসেন মিয়াজী (হাতপাখা), মোঃ আনোয়ার হোসেন (গোলাপ ফুল),জোবায়েদ কবির(আনারস), শাহ আলম (চশমা), ফিরোজ বেপারী (ঘোড়া), জাহাঙ্গীর মোহাম্মদ আদেল (নৌকা), সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০জন ও সাধারণ সদস্য পদে ৩৬ জনের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

চিতোষী পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৫ জন, তারা হলেন- মোঃ আলম বেলাল (স্বতন্ত্র), মোঃ সফিকুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), কামাল হোসেন (মোটরসাইকেল), আবু ইউসুফ পাটোয়ারী (নৌকা), মোঃ ইব্রাহিম খলিল (স্বতন্ত্র), সংরক্ষিত মহিলা সদস্য পদে ০৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৯ জনের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

টামটা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৪ জন, তারা হলেন- মোহাম্মদ ওমর ফারুক (আনারস), মোহাঃ আলমগীর কোভিদ মজুমদার (নৌকা), মোঃ দুলাল হোসেন (চেয়ার), মোঃ শাহজাহান (হাতপাখা), সংরক্ষিত মহিলা সদস্য পদে ০৯ জন ও সাধারন সদস্য পদে ৪০ জনের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

টামটা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৭ জন, তারা হলেন- জামাল আহমেদ (আনারস), আবুল কালাম (টেলিফোন), মোঃ জহিরুল আলম ভূঁইয়া (চশমা), মোঃ ইউসুফ শেখ (চেয়ার), মোঃ ওমর ফারুক (ঘোড়া), মোঃ তোফায়েল আহমেদ (মোটরসাইকেল), মোঃ শফিকুর রহমান মজুমদার (নৌকা), সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারন সদস্য পদে ৩৬ জনের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

মেহের উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৬ জন, তারা হলেন- জহিরুল ইসলাম (আনারস), মোঃ বিল্লাল হোসেন (মোটর সাইকেল), মোঃ মনির হোসেন (নৌকা), মোঃ মোস্তফা কামাল (ঘোড়া), মোঃ শাহ জাহান (গোলাপ ফুল), সাইফুল ইসলাম (চশমা), সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারন সদস্য পদে ৩১ জনের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

মেহের দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৩ জন, তারা হলেন- মোঃ রুহুল আমিন (নৌকা), জাহাঙ্গীর আলম (আনারস), মোঃ মোস্তাক আহমেদ(চেয়ার), সংরক্ষিত মহিলা সদস্য পদে ০৮ জন ও সাধারন সদস্য পদে ৩৫ জনের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

রায়শ্রী উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৪ জন, তারা হলেন- মোঃ তাহেরুল ইসলাম (চশমা), মোঃ মোশারেফ হোসেন (নৌকা), মোঃ সেলিম পাটোয়ারী (আনারস), শাহাদাত হোসেন (গোলাপ ফুল), সংরক্ষিত মহিলা সদস্য পদে ০৯ জন ও সাধারন সদস্য পদে ৩৯ জনের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৫ জন, তারা হলেন- আবদুর রাজ্জাক (নৌকা), মোঃ আবুল বাশার (মোটর সাইকেল), মোঃ আবু হানিফ (ঘোড়া), মদ জহিরুল ইসলাম মাসুদ (লাঙ্গল), মোঃ মাহবুব আলম (আনারস), সংরক্ষিত মহিলা সদস্য পদে ০৯ জন ও সাধারন সদস্য পদে ৪৭ জনের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

উল্লেখ্য, ইলেকট্রনিক ভোটিং মেশিন এর মাধ্যমে রায়শ্রী উত্তর ও রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ভোট গ্রহণ করা হবে এবং নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর রবিবার ভোটগ্রহনের দিন ধার্য করা হয়েছে।

Powered by themekiller.com