Breaking News
Home / Breaking News / কবি চন্দ্র শেখর দে এর কবিতা ” “বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর “

কবি চন্দ্র শেখর দে এর কবিতা ” “বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর “

দৈনিক কবিতা।
তারিখ – (২৫-১১-২১)
শিরোনাম –
“বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ”
——–
লেখক – চন্দ্র শেখর দে
——–
বি- বিশ্ববাসীকে আমার
হৃদয়ের অন্তরেই রাখী,
ভালোবাসার উৎসবমুখরে আজ সকলেই মুক্ত কল্পনা পাখী।
শ্ব- শ্বশ্রু ভালোবাসায় পেলাম
কল্পনা জগতের আলো,
উপলব্ধি পূর্ণ মৃওিকা আজ
সকলের জন্যই ভালো।
ক- কাব্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের বহিঃ প্রকাশ,
বেদুইন ভালোবাসায়
স্বপ্ন পূরণের আশ্বাস।
বি- বিশ্বভূবনে যে গুণীজনের সমাহার,
স্নিগ্ধ জ্যোৎস্নার পরিভাষ শুধু কবিতায়।
র- রবি রশ্মির স্বতঃফূর্ত আলো,
নবরূপে যে আবার উদিত হলো।
বী- বীরের বেশে এসেছিল এই এিভূবনে,
সাহিত্য ও সংগীত জগতটাই যে ছিল তার অন্তরের প্রাণে।
ন্দ্র- চন্দ্রগ্রহ থেকে শিক্ষা পেয়েছিল শিল্প কর্মেরপ্রকাশ,
চন্দ্রমল্লিকা সংস্পর্শে হৃদয়ে আবিভূতিত হলো
জগজ্জননীর আভাস।
না- নানা জাতীর মিলবন্ধনের জন্যে গড়েছিল জগদ্বিখ্যাত আহান,
নামটি যে তার বিশ্বভারতী
রেখেছেও সবার মান।
থ- থানকুনি পাতা ভূমি ও মৃওিকার সংস্পর্শে জীর্ন কুঠিরে থেকে স্বপ্নের পূর্ণতা,
নহি যে ব্যর্থ আমি নেই যে কোন জীবনের শূন্যতা।
ঠা- ঠাকুর বাড়ির মান সকলের কাছেই যে সমান,
স্বয়ং সম্পূর্ণ ভক্তের প্রতি সর্বদা থাকিত আমার প্রাণ।
কু- কুঞ্জবনে কোকিল কন্ঠে
হৃদয়ের টানে সকলের মনে,
উদিত হলো যে আজ নব যৌবনের গান।
র – রাখবে কি তোমরা হৃদয় ভরে অবিশ্রান্ত মনে,
পুঙ্খানুপুঙ্খভাবে প্রকাশিত হবে সকলের প্রাণে।।

” সমাপ্ত “

error: Content is protected !!

Powered by themekiller.com