Breaking News
Home / Breaking News / কবি রত্না চৌধুরী এর কবিতা “অস্পৃশ্য রূপ”

কবি রত্না চৌধুরী এর কবিতা “অস্পৃশ্য রূপ”

শিরোনাম- অস্পৃশ্য রূপ
কলমে- রত্না চৌধুরী
তারিখ- ২৪/১১/২০২১

একদিন অসম্ভব স্বপ্নগুলো
আমার সত্যি হবে।
সমস্ত সুখের জায়গাগুলোর জটিলতা কাটিয়ে সুখ খু্ঁজে নিব আপন আলোয়।
নতুন রবির,
নতুন আশায়,
পুরনো বিছানায়,
নতুন চাদরে,
ভালোবাসব কানায় কানায়।
পাশের প্রিয়রা হবে
এক একটি রঙিন পর্দা,
এক একটি বই,
এক একটি কবিতা,
এক একটি শুভ ক্ষণ।
দেবতার জন্য তুলে রাখব
চুম্বনে চুম্বক ভালোবাসা।
এভাবে গত হবে
এক একটি রজনী
অতপর এক একটি জীবন।
পার হবে ভেলায় ভাসমান মিশ্র অনুভূতি।
একটাই প্রশ্ন!
এক জীবনে যোজন যোজন দূরত্ব রেখে লাভ কি?
যেখানে মুক্ত ভাবনাগুলো নিরাপদ নয়,
কপোল গড়িয়ে যেখানে অশ্রু ঝরে,
সেখানে আবেগ আর অশ্রুগ্রন্থিই বা কি করবে!
তাইতো অঝোরে ঝরে যায়
টুকরো টুকরো সুখগুলো।

Powered by themekiller.com