Breaking News
Home / Breaking News / প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের এইচএসসি-২০২১ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের এইচএসসি-২০২১ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

লক্ষীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের এইচএসসি-২০২১ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান বৃহস্পতিবার (২৫ই নভেম্বর) কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল (স:) আলহাজ্ব হযরত মাওলানা সাইয়্যেদ মোঃ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী। অধ্যক্ষ মু.নুরুল আমিন’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত অধ্যাপক সাইফুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হায়দরগঞ্জ টি আর এম কামিল মাদ্রাসা’র সাবেক ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা আমিনুল্লাহ, হামেদ নাসরুল্লাহ, মুহাদ্দিস হায়দরগঞ্জ তাহেরিয়া আর এম কামিল মাদ্রাসা। আওলাদে রাসূল (সাল্লাল্লাহু আলাই সাল্লাম )সাইয়েদ আহমেদ বিন আনোয়ার। বিদায়ী ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য দেন-সাগর মাহমুদ। অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন- শাফিকা আলম,দ্বাদশ বিজ্ঞান।বক্তব্য শেষে বিদায়ী ছাত্র ছাত্রীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আওলাদে রাসুল (স:) আলহাজ্ব হযরত মাওলানা সাইয়্যেদ মোঃ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী।
বিদায়ী ৩৭১ জন পরীক্ষার্থীর সৌজন্যে কলেজ কর্তৃপক্ষ বিদায়ী স্মারক ৬ষ্ঠ সংখ্যা, ৮ম ব্যাচের “শিকড়” প্রকাশ করা হয়। অতিথিবৃন্দ এর মোড়ক উম্মোচন করেন। অনুষ্ঠানে বিদায়ী এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রীও বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Powered by themekiller.com