Breaking News
Home / Breaking News / কবি অনির্বাণ চক্রবর্তী এর কবিতা” আমি নগ্ন হতে চাই “

কবি অনির্বাণ চক্রবর্তী এর কবিতা” আমি নগ্ন হতে চাই “

আমি নগ্ন হতে চাই#
অনির্বাণ চক্রবর্তী

গভীর রজনী, কোথাও কেউ নেই
চারিদিক জমাট বাধা গভীর অন্ধকার
কোথাও কুয়াশা, কোথাও বা শীতল পথ
একলা ঘর! ঘরের ভেতরে নিভিয়ে রাখা সব আলো
শক্ত সিধকাটা, সেচ্ছায় মোবাইল রেখেছি বন্ধ।

আমি ধরেছি দুহাতে, নিকষ অন্ধকারে কালো আধাঁর।
আমি একা, হ্যা, আমি একা। কোথাও কেউ নেই
সবকিছু পাওয়া যাবে একটু সময় দাও সূর্য ওঠার
শুধু কালো রাতে; আমার কোন অংশিদার নেই।

এ সময়েই শুধু কেউ বলবে না, খেয়ে শুয়েছো কিনা,
কেউ বলবে না তোমার শরীরে এত জ্বর হলো কেন?
কোথাও কেউ নেই, এখন কারোর থাকারও কথা না
এখন কাউকে পাবে না অন্তত একটা দুর্ণাম রটাবার।

এসময় সত্যি বড় অসময়, ভাবনা সময় নাই
এখন আর রাত জাগার সময় নাই, ইচ্ছাও নাই
এখনই ঘুমানোর সময়, আমিও ঘুমাতে চাই
হতে চাই, সপ্ন শূন্য গভীর কোন ঘুমে মগ্ন।

অতঃপর কিছু ইঁদুর আসুক,
কিছু পিপীলিকা আসুক,
আজীবনের সমস্ত শত্রুতা ভুলে
সাপ বেজি একসাথে এসে
আমায় নগ্ন করুক।
আমি নগ্ন হতে চাই।

Powered by themekiller.com