Breaking News
Home / Breaking News / কবি রিটন মোস্তফা রিটন এর কবিতা ◉ প্রিয় নক্ষত্রী ◉

কবি রিটন মোস্তফা রিটন এর কবিতা ◉ প্রিয় নক্ষত্রী ◉

◉ প্রিয় নক্ষত্রী ◉
– রিটন মোস্তফা

একটি ঘুমহীন রাতের পর্দা উঠে গিয়ে
বেরিয়ে আসে কিছু ক্লান্ত উষ্ণ বাতাস।

নীরবতার অন্ধকারে কি যেন খোঁজে সে
কাকে যেন ডাকে সে ভেজা ভেজা চোখে।

দূর থেকে ভেসে আসে আহত চাতকীর,
বুক চৌচির করা কি সেই করুণ আর্তনাদ।

শিশির ভেজা পা আঁটকে যায় অতীতে
উষ্ণ বাতাস থমকে তাকায় আকাশের দিকে।

ওখানে,দূর কাল মেঘে মেঘে আসা যাওয়া
তাঁর ফাঁকে নক্ষত্রী তুমি কি জেগে কি আছো?

দেখছো আমায়? চিনতে পারছো আমাকে?
কি বোকা আমি! অযথাই খুঁজি মৃত তোমাকে!

কেউ নেই, আকাশের মতই শূন্য বুকের চাদর
থেকে থেকে আগ্নেয়গিরির মত উদগিরণ দীর্ঘশ্বাসের।

তোমার চির বিদায়ের পথে জোনাকি জ্বলে ঠিকই
তবুও আলোহীন থেকে যায়, আমি ও আমার পৃথিবী।

বাংলাদেশ

Powered by themekiller.com