Breaking News
Home / Breaking News / কবি রিটন মোস্তফা’র অসাধারণ কবিতা ” মরুভূমি ডট কম “

কবি রিটন মোস্তফা’র অসাধারণ কবিতা ” মরুভূমি ডট কম “

” মরুভূমি ডট কম ”
– রিটন মোস্তফা

নিঃশব্দে জাগে এক বিশাল শুষ্ক মরুভূমি…
গিলে খায় সবুজের বিস্তীর্ণ সজীবতা, উচ্ছ্বাস..
ধুলো ঝড়ে ঝাপসা হয়ে আসে ফেলে আসা অতীত
অতিক্রান্ত হয় জীবনের একটি অধ্যায়, যেটা আমার।

একটা উন্মুক্ত আকাশ আছে, দাপুটের সূর্যের সাথে
কিছু ঘর ছাড়া পাখিও আছে, তৃষ্ণায় ছুটছে উড়ে
একটা বিস্তর্ণ এলাকা জুড়ে মৃত কাঙালের স্তব্ধ রাজ্য
এটাও হয়ত ধুলো জমা অতীতের খোদাই করা উপন্যাস।

ছেঁড়া ছেঁড়া মেঘ, দলে দলে ছুটে চলা, উষ্ণ বাতাস
জীবনের সাথে মিলে যাওয়া এক ঠিকানা বিহীন ঠিকানা
কেউ নেই, একাকী পথিকের পথে পথে রুগ্ন স্মৃতির আস্ফালন
বেঁচে থাকি আরেকটি ধাপে, আরেকটি কষ্টের ক্ষুধা মেপাতে।

সজীবতা নেই, হাহাকার আছে
ইচ্ছে নেই তবু হেঁটে যাবার পথ আছে
মৃত্যু নেই, অথচ বাঁচতে হয় মরন নেই বলে।
দুধারে অসংখ্য ছেটানো ছড়ানো উত্তপ্ত ভূমি, একা আমি।

পরবর্তী অধ্যায়ে আমি তৃষ্ণার্ত হলেও, জানি
এখানে না আছে কোন জলাশয়, না আছে চোখের পানি,
কেঁদে উঠে মন শ্বাসরোধ করলেও মুক্তি নেই,
মেনে নিয়েই হেঁটে চলি মরুভূমির উষ্ণ প্রান্তর
এখানেই আমার বর্তমান পৃথিবী, মরুভূমি ডট কম।

Powered by themekiller.com