Breaking News
Home / Breaking News / আজও বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে

আজও বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে

অনলাইন নিউজঃ
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের লঘুচাপটি এখন উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত আছে। এর প্রভাব বাংলাদেশে সরাসরি না থাকলেও আজ রবিবার দেশের বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে কমতে পারে রাতের তাপমাত্রা। শনিবার সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারা দেশে স্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা থাকলেও কমতে পারে রাতের তাপমাত্রা। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন,আগামী দু-এক দিন আবহাওয়ার অবস্থা আজকের (গতকাল) মতোই থাকবে। হালকা বৃষ্টি হওয়ার কথা। সূর্যের দেখাও কম পাওয়া যাবে। তবে আপাতত নদী ও সমুদ্র এলাকায় কোনো সংকেত থাকছে না।

Powered by themekiller.com