Breaking News
Home / Breaking News / কবি শ্রী আশীষ মুখোপাধ্যায়’র কবিতা “দেখো ভাই”

কবি শ্রী আশীষ মুখোপাধ্যায়’র কবিতা “দেখো ভাই”

“দেখো ভাই” (২৫-১০-২১)
শ্রী আশীষ মুখোপাধ্যায়।

দেখো ভাই ,
এসব পরনিন্দা নয়
অনেক মানুষ বেকার কিনা
তাই সময় যাপন হয়।
এখানে ওখানে ঠেক
এসব কিসের যেন অফিস,
সমাজসেবা মেলে নাকি
আমি দেখি মজলিস।
পাশে চা গুটকার গুমটি
অর্ডার পেলে আসে ,
দাম পায় কি জানি নাকো
বিরস মুখে হাসে।
সমাজসেবা তা কিনা
ভরাট তো দঙ্গল,
ওদের ঘরেই আবর্জনা
চারপাশে জঙ্গল।
না না না পরচর্চা কেন,
যুবশক্তির অবক্ষয় ,
দিশাহারা শিরদাঁড়া হীন
এ যুগের পরিচয়।
মঙ্গল নেই দেশ সমাজের
বিলাসী জীবন কাটে,
যায় বেড়াতে দূরান্তরে
খরচাপাতি ও জোটে ।
শিক্ষা দীক্ষা আছে কারো
অশিক্ষিতদের দলে,
একই নায়ে সবাই নাবিক
খোশ মেজাজে চলে।
নিন্দা বান্দা করছি না কো
তাক শুধু বিস্ময় ,
কেমন করে চলছে সমাজ
নাই বাজারে ও হয়!
বিবেক নাকি বিবর্তনের
পথ ধরে তাই হাঁটছে,
হয়তো মানুষ খোরাক পেতে
আপিস ঘরেই খাটছে!!

Powered by themekiller.com