Breaking News
Home / Breaking News / কবি গাজিবর রহমান এর কবিতা “সঙ্গীতাঞ্জলী”

কবি গাজিবর রহমান এর কবিতা “সঙ্গীতাঞ্জলী”

সঙ্গীতাঞ্জলী
—-গাজিবর রহমান

ধানের শীষে শিশির বিন্দু, ঊষার আলোয় হাসে,
শীত সকালে দোয়েল ডানায়, কুয়াশারা ভাসে।।
চরণ ভেজায় শিশির জলে, রবির আলোয় মরে,
সোনা ভোরে ঘুম ভেঙ্গে যায়, সোনা পোকা উড়ে।।
মুড়ি ভাজা খেতে মজা, কাঁচা খেজুর রসে।।

শিমুল ফুলে নৃত্য করে, হরেক রকম পাখি,
ভোরবেলাতে ফুল কুড়াতে, এসো প্রাণের সখি।।
রাতের কোলে জ্যোৎস্না নাচে, আঁধার পালায় দূরে,
সপ্তঋষি বাজায় বাঁশি, অরুন্ধতীর সুরে ।।
লক্ষ তারা ঝিকিমিকি, সন্ধ্যাতারায় মিশে ।।

রোদে বসে খেতে মজা, রসে ভিজা পিঠা,
দোয়েল এসে ডানা মেলে, শীতের রোদ মিঠা।।
চাদর গায়ে বুলায় আদর, রসিক বন্ধুর মত,
গভীর রাতে লেপের আদর, শীত গায় না গীত।।
সোনালী রোদ সোনার শীষে, ফড়িং আছে মিশে
প্রকাশ- ১ কার্তিক ১৪২৭ * ২২১০২০২১ * আরাম ঘর

Powered by themekiller.com