Breaking News
Home / Breaking News / কবি শ্রী দীপ এর কবিতা “আজ শেষ শূন্য”

কবি শ্রী দীপ এর কবিতা “আজ শেষ শূন্য”

আজ শেষ শূন্য
শ্রী দীপ।।
======

মনে করে দেখ অনুপমা——

বসন্তের শেষ রাতে
রক্তাভ ঠোঁটে শেষ চুম্বন
আত্মহারা তুমি ,
সাবলীল সব কিছু জ্যোৎস্নার সাদা দুধে,
তোমার চোখের তারায় তারায় রটিয়ে
ভেসে উঠেছিল আমার মুখচ্ছবি ——-

জানালার কাঁচে আবছায়া আলোতে
বৃষ্টি পতনের স্রোতে গা ভাসিয়ে
তোমার বুকের ওরনার পর দেখি ——
পতন ঘটেছে তখন অনির্বাণ ঐ বসন্তের ঠিকানা খুঁজে ——-

তখন হারিয়ে গেছে পাহাড়ি রাস্তার মত
গলার মুক্তো হার——
উন্মোচিত হয়েছে নানা অঙ্গ দেশ
উদাসী হাওয়ায় ভেসে গেছে ক্লান্তির কালো মেঘ —

তখন তোমার বুকের ভিতর ঝর্না স্রোত
উঠেছে মেতে অস্থির হয়ে,
তখন বেঁধেছি আমি হৃদয়ের গভীরে মোচড়ানো
কোনো এক অদ্ভুত অনুভূতি আর অস্পপৃস্য ছুঁয়ে
ঝড়ের প্রলয় ছিঁড়ে নিয়ে যায় শতাব্দী প্রাচীন গভীর মধ্যরাত ——–

কোনো এক সূক্ষ মুহূর্ত পান্থ ধূলায়
ছড়িয়ে পড়ে ভীষণ উচ্ছ্বাস নিয়ে বেজে ওঠে
অসীম তরঙ্গ দৈর্ঘ্য শেষ সঙ্গীত,
বিস্মৃতির সুদীর্ঘ ইতিহাস ছুঁয়ে।।

Powered by themekiller.com