Breaking News
Home / Breaking News / কবি ছবি সিনহা বসু’র কবিতা ” বিচ্ছেদ “

কবি ছবি সিনহা বসু’র কবিতা ” বিচ্ছেদ “

কবিতা -বিচ্ছেদ
কলমে-ছবি সিনহা বসু

ভিজে ফুটপাথে হাতড়ে চলেছি আজন্মের স্মৃতি। ইকিড় মিকিড়, এক্কা দোক্কা, নাড়ু, নিমকি, হালিমের স্বাদ সবটা আজ বিস্মৃতির অতলে। গলির মোড়ের কৃষ্ণচূড়া গাছটায় আজ ডাকেনা কোনো পাখি। তোদের আমাদের সবকিছু যেখানে মিলেমিশে একাকার হয়ে যেত আজ সেখানে মরা নদী,যার বুকে ফোটেনা শালুক। জল কলমীর আঘ্রাণে কেউ আসেনা ছুটে।
রাম শ্যাম ফরিদা আলী সবাই এখন গৃহ বন্দী। বন্দী ধর্মান্ধতার ঘেরাটোপে। বাকল খসা মহীরূহ আজও হাতছানি দেয় মনের গহীনে। এক পা এগোতে গিয়ে দশ পা পিছিয়ে আসা গৃহস্থ অতর্কিতে সাড়া দেয় নিঃশব্দে। মনের সাথে আজন্মের লড়াইয়ে সমাজের মাথাদের কাছে বিকিয়ে যাওয়া জীবন ও তার দায়ভার বড়ই কঠিন লাগে। হাসি আর জুবেদা মনোজ আর সাকিনা সবাই দেখা দেয় নির্ঘুম রাতে। হাতছানি দেয় আলিবাবার কবরখানা গোস্বামীদের মন্দির বাড়ি। চমকে জেগে উঠে খোলা জানলা দিয়ে চেয়ে দেখি মিটমিটে তারারা আলোর ঠিকানায় চিঠি লিখতে লিখতে হারিয়ে যাচ্ছে আমার মতো…

Powered by themekiller.com