Breaking News
Home / Breaking News / কবি আলো’র কবিতা ” আয়ু পাখি “

কবি আলো’র কবিতা ” আয়ু পাখি “

আয়ু পাখি
~আলো ✍️✍️
২২/১০/২০২১

আয়ু পাখিটা ডানা ঝাপটায়
এই বুঝি গেলো উড়ে,
আত্মীয়-স্বজন পৃথিবীর সব
মায়ার বাঁধন ছিন্ন করে।

হঠাৎই একদিন পৃথিবীটা হয়ে যাবে
ঘোর আঁধার কালো,
মৃত্যুদূত এসে বলবে
এবার আমার সঙ্গে চলো।

পারবে কি লুকাতে?
মৃত্যুকে ঠেকাতে?
না, না পারবে না!
আয়ু পাখি ঠিকই যাবে উড়ে
ঘোর অমানিশা ছেয়ে যাবে
জীবন নদীর দুকূল জুড়ে।

এত টাকা এত কড়ি
এত বড় জমিদারি,
মৃত্যুকে পারবেনা ঠেকাতে
যতই থাকুক বাহাদুরি।

সময়ের ব্যবধানে
নির্মল মৃত্যুর আগমনে,
আয়ু পাখি যাবে উড়ে
শত মায়ার বাঁধন ছিন্ন করে।

Powered by themekiller.com